কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক যৌনকর্মীর প্রেমে পড়ে। দুজন বিয়ে করে; কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প। ক্রিটিকস চয়েজে এবার সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘আনোরা’। আরও দুটি পুরস্কার জিতেছে ছবিটি। সিনেমা বিভাগে আনোরার মতো তিনটি করে পুরস্কার জিতেছে গত বছরের আলোচিত দুই সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’ ও ‘উইকেড’।

গত মাসে গোল্ডেন গ্লোবে পুরস্কারের খরা কেটেছে ডেমি মুরের। ৬২ বছর বয়সী এই অভিনেত্রী ৪৫ বছরের ক্যারিয়ারে প্রথম পুরস্কার জেতেন। এবার একই সিনেমার জন্য ক্রিটিকস চয়েজেও সেরা অভিনেত্রী হলেন তিনি।

‘আনোরা’ সিনেমার দৃশ্য.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৃহস্পতিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার সকালে এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ এলাকা ও আশকোনাসহ আশপাশের সব এলাকায় (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত) সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিবন্ধ