গুটিকয়েক ছাত্রনেতা দল করে বিভাজনের চেষ্টা করছেন: নুরুল হক
Published: 8th, February 2025 GMT
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গুটিকয়েক ছাত্রনেতা নতুন দল গঠন করতে চান। তারা অন্যদের অবদানকে অস্বীকার করছেন, বিভাজন তৈরি করছেন। আমরা বিভাজন চাই না। আমাদের দলের সংগঠকরাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে পেশিশক্তির সমর্থন চলবে না।
শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগা মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, ফ্যাসিবাদী শক্তি ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে ছাদের ওপর গুলি করে হত্যা করেছে। কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, দুঃখবোধ নেই। এখনও পৈশাচিক উল্লাস করে। যে কারণে জনগণ বিক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থস্থান মাটিতে মিশিয়ে দিয়েছে। তবে আমরা রাজনৈতিক সহিংসতা হানাহনি সমর্থন করি না।
গণঅধিকার পরিষদের পাকুন্দিয়া উপজেলা কমিটির আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চ পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জেলা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক অভি চৌধুরী, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল প্রমুখ। সমাবেশে জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলামকে আগামী নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন নূর।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ
এছাড়াও পড়ুন:
ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি পুনরায় শুরু করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করছে বলে জানানোর পর ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে আট ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রস্তাবটি রাশিয়ার কাছে নিয়ে যাবে এবং বলটি মস্কোর কোর্টে।
তিনি বলেছেন, “আমাদের আশা রাশিয়ানরা যত তাড়াতাড়ি সম্ভব ‘হ্যাঁ’ উত্তর দেবে, যাতে আমরা এর দ্বিতীয় পর্যায়ে যেতে পারি, যা প্রকৃত আলোচনা।”
রুবিও জানান, ওয়াশিংটন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সাথেই একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়।
সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাদানুবাদ হয়। এর জেরে ইউক্রেনের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর ইউক্রেন জানিয়েছে, শান্তি চুক্তির জন্য যা প্রয়োজন তার সবকিছু করতে প্রস্তুত আছে কিয়েভ।
ঢাকা/শাহেদ