বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিষদের অভিষেক ও বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠান
Published: 8th, February 2025 GMT
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) নবনির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান এবং ২৫তম নির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউটের কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সন্ধ্যা ৬টার দিকে শুরু হয়। এতে নবনির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদ, বিদায়ী ২৫তম নির্বাহী পরিষদ, সাবেক সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন মেয়াদের নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ এবং বাস্থই নির্বাচন ২০২৪–এর নির্বাচন কমিশনারবৃন্দসহ ইনস্টিটিউটের সাধারণ স্থপতি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ২৬তম নির্বাহী পরিষদের সদস্যদের শপথ পাঠ করান।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক স্থপতি খান মো.
নবনির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর বিশেষ বক্তব্য দেন স্থাপত্য অধিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার।
এরপর নবনির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। এই পর্যায়ে আদিলুর রহমান খান বক্তব্য দেন। বক্তব্যে তিনি দেশের নির্মাণ শিল্প খাত উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে এবং আবাসন খাত মধ্যবিত্তের হাতের নাগালে নিয়ে আসতে স্থপতিদের প্রতি আহ্বান জানান।
বাস্থইর সাধারণ সম্পাদক স্থপতি মাসুদ উর রশিদ অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র রহম ন
এছাড়াও পড়ুন:
রুয়েটে প্রাক-নির্বাচনি ভর্তি পরীক্ষা শনিবার
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য প্রাক-নির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা হবে আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি)। রুয়েটে ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৯ হাজার ৯১৫ জন। তিন শিফটে হবে এমসিকিউ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রুয়েটে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম জানিয়েছেন, প্রথম শিফটে পরীক্ষায় অংশ নেবেন ১০০০০১ থেকে ১০৬৬৩৯ রোল নম্বরধারীরা। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের পরীক্ষা হবে। দ্বিতীয় শিফটে ২০০০০১ থেকে ২০৬৬৩৮ রোল নম্বরধারীদের পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। তৃতীয় শিফটে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেবেন ৩০০০০১ থেকে ৩০৬৬৩৮ রোল নম্বরধারীরা।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি বলেছেন, “রুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট আসন আছে ১ হাজার ২৩৫টি। প্রাক-নির্বাচনি পরীক্ষা শেষে নির্বাচনি (লিখিত) পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি। নির্বাচনি (লিখিত) পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি। নির্বাচনি (লিখিত) পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য মোট ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ‘খ’ গ্রুপের জন্য অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা হবে। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।”
তিনি জানান, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধান প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
সংবাদ সম্মেলনে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও উপ-পরিচালক (প্রশাসন) জেড এইচ এম মনজুর মোর্শেদ, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মুরতুজা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/মাহিন/রফিক