ইতিমধ্যে থ্রিলার নির্মাতা হিসেবে দর্শকমহলে আলাদা পরিচিতি তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। রোমান্টিক কাজ বরাবরই কম করেন তিনি। এই বছর ভালোবাসা দিবসে ‘নীল সুখ’ নামে ভালোসার ওয়েব চলচ্চিত্র নির্মাণ করেছেন ভিকি।

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের ওয়েব চলচ্চিত্রটি প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। হুমায়ূন আহমেদকে আদর্শ হিসেবে মানেন এই নির্মাতা। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো কাজ হুমায়ূন আহমেদকে উৎসর্গ করলেন তিনি।

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮—১৯ জুলাই ২০১২).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ ম য় ন আহম দ

এছাড়াও পড়ুন:

অ্যানফিল্ড কঠিন জায়গা জেনেও দারুণ কিছুর আশায় পিএসজি

‘এই ম্যাচটা যদি ড্র-ও হতো, আমরা নিজেদের ভাগ্যবান মনে করতাম।’

প্যারিসে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগটা শেষে বলেছিলেন লিভারপুল কোচ আর্নে স্লট। যে ম্যাচে গোলের জন্য পিএসজির ২৮টি শটের বিপরীতে লিভারপুলের শট ছিল মাত্র ২টি, সেটা ড্র হলে লিভারপুল নিজেদের ভাগ্যবান মনে করারই কথা।

তবে বিস্ময়করভাবে ওই ম্যাচ শেষে শুধু ড্রয়ের সন্তুষ্টি নয়, লিভারপুল প্যারিস থেকে ফিরেছিল জয়ের বিশাল আনন্দ নিয়ে। গোলরক্ষক আলিসন বেকারের অতিমানবীয় পারফরম্যান্স ও শেষ সময়ে হার্ভি এলিয়টের ১ গোলে ম্যাচটা লিভারপুল জিতেছিল ১-০ ব্যবধানে। এমন এক জয়ের পর অ্যানফিল্ডে আজ ফিরতি লেগে লিভারপুল নিশ্চিতভাবেই ফেবারিট, সেটা বোধ হয় না বললেও চলে।

আরও পড়ুনবিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, বাকিরা কে পাবেন কত টাকা১১ ঘণ্টা আগে

ওদিকে নিজের মাঠে এমন দুর্দান্ত খেলেও হেরে যাওয়ায় পিএসজি খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে একটা বড় ধাক্কা খেয়েছে। তাই বলে ফিরতি লেগটা খেলার আগেই হাল ছেড়ে দিতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে। বরং প্রথম লেগের পারফরম্যান্সকেই প্রেরণা হিসেবে নিতে চান তিনি, ‘যদি আমরা প্রথম লেগের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারি, তাহলে পরের রাউন্ডে যেতেই পারি। অবশ্যই, খেলার জন্য অ্যানফিল্ড একটা কঠিন জায়গা। কিন্তু আমরা সেখানে যাব এবং আবারও আমাদের মতোই খেলব। আগেও এ রকম ব্যবধান ঘুচিয়ে আমরা ফিরে এসেছি, আবারও সেই চেষ্টা করার জন্যই সেখানে যাব।’

গতকাল লিভারপুল খেলোয়াড়দের অনুশীলন

সম্পর্কিত নিবন্ধ