জাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১৪৫ পরীক্ষার্থী
Published: 8th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী লড়বেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত ধারাবাহিকভাবে মোট পাঁচটি শিফটের পরীক্ষা হবে। জীববিজ্ঞান অনুষদ এ শিফটে শুধু নারী শিক্ষার্থীর অংশগ্রহণ করবেন। পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারি) একই ইউনিটের ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা প্রথম চার শিফটে অনুষ্ঠিত হবে। জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। প্রতিটি আসনের জন্য ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) পঞ্চম শিফটে আইবিএ-জেইউর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘আইবিএ-জেইউ’এ ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি।
১১ ফেব্রুয়ারি প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা হবে। প্রথম শিফটে মেয়ে এবং দ্বিতীয় শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫ হাজার ১৮৩টি।
একই দিনের তৃতীয় থেকে পঞ্চম শিফট পর্যন্ত 'এ' ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) মেয়ে শিক্ষার্থীদের পরীক্ষা হবে। এছাড়া ১২ ফেব্রুয়ারি পাঁচ শিফটে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এই ইউনিটে ৪২৬ আসনের বিপরীতে লড়াই করবেন ৭৩ হাজার ১৬৯ শিক্ষার্থী।
১৩ ফেব্রুয়ারি ছয় শিফটে ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮টি আসনের বিপরীতে লড়বেন ৫৩ হাজার ৪০১ শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার শেষদিন ১৭ ফেব্রুয়ারি প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলে-মেয়ে উভয় শিক্ষার্থী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৭টি।
একই দিনে পরের তিন শিফটে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৭৭৪টি।
ভর্তি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ভর্তি কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, “আগামীকাল রবিবার ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করছি, এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষ র থ দ র পর ক ষ পর ক ষ র ইউন ট র প রথম
এছাড়াও পড়ুন:
বাপ্পারাজের সংলাপগুলো দীর্ঘদিন পরও কেন জনপ্রিয়তা পাচ্ছে
‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’, আজও গানটা জনপ্রিয়। অবসরে, মন খারাপে, প্রিয় মানুষকে হারিয়ে অন্ধকার ঘরে কানে হেডফোন দিয়ে শুনে থাকেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এমন কথা শেয়ার করেছেন। অনেকের মতে, গানটির দৃশ্যও মন খারাপের উদ্রেক করে। দৃশ্যটিও দেখে থাকেন অনেকে। যেখানে দেখা যায়, নায়িকার বিয়ে হয়ে গেছে, লঞ্চে করে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে সে। অন্যদিকে তাকে হারানোর বেদনায় নদীর কূল ধরে গাইতে গাইতে ছুটছে নায়ক।
গানটা ‘প্রেমের সমাধি’ সিনেমার। পরিচালক ইফতেখার জাহান। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। ১৯৯৬ সালের এ সিনেমায় অভিনয় করেছিলেন বাপ্পারাজ, অমিত হাসান, শাবনাজ, এ টি এম শামসুজ্জামান, আনোয়ার হোসেন প্রমুখ। সেই হিসাবে দুই যুগের বেশি সময় অতিবাহিত হয়েছে। বিশ্বায়ন ও ইন্টারনেটের প্রভাবে বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। ইতিমধ্যে শিল্পাঙ্গন থেকে শুরু করে চলচ্চিত্রাঙ্গন—প্রায় প্রতিটি মাধ্যমেই এসেছে নানা পরিবর্তন। ওটিটি থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পছন্দমতো কনটেন্ট খুঁজে নিচ্ছেন দর্শক। এই যখন পরিস্থিতি, তখন ২৯ বছর আগের একটি সিনেমার সংলাপ নিয়ে হইচই পড়ে যাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার দৃশ্য ছড়িয়ে পড়বে, এমন আশা করাটা দুরাশাই বটে।
যদিও ‘দুরাশা’ বললাম, তবে এটা কিন্তু সত্যিই ঘটেছে। ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানের ঠিক আগের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ব্যাপক আলোচিত হয়েছে। দৃশ্যের বর্ণনা দেওয়ার আগে সিনেমাটি সম্পর্কে সংক্ষেপে বলে নেওয়া যাক। সিনেমার প্রধান দুটি চরিত্র বকুল আর হেনা। তারা দুজন দুজনকে ভালোবাসে। একসময় পড়ালেখার জন্য বকুল শহরে চলে যায়। হেনাকে নিয়মিত চিঠি যদিও লেখে কিন্তু বকুলের বাবা পোস্ট অফিসের পিয়নের সঙ্গে যোগসাজশ করে চিঠিগুলো হেনার কাছে যাতে না পৌঁছায়, সেই বন্দোবস্ত করে। দিন যায়, হেনার বেদনা বাড়ে।
আরও পড়ুনতোমরা যখন ডাকবে আমি আসব১৮ জানুয়ারি ২০১৮অন্যদিকে হেনার বাবা শহরের এক বড়লোক পরিবারে বিয়ে ঠিক করে তার। আর যেদিন হেনার বিয়ে হয়ে যায়, সেদিনই শহর থেকে ফেরে বকুল। গ্রামে এসেই হেনাদের বাড়িতে যায়। গিয়ে দেখে, বাড়িঘর বিয়েবাড়ির মতো করে সাজানো। তখন হেনার বাবার কাছে সে জিজ্ঞেস করে, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ কথাটা শোনামাত্র বকুলের কণ্ঠ ধরে আসে। ধরা গলায় সে বলে, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’ পরপরই নদীর কূল ধরে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি গাইতে গাইতে বকুল ছুটতে থাকে। হেনাকেও চোখের জল ফেলতে দেখা যায়। হেনা চরিত্রে শাবনাজ ও বকুল চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছেন বাপ্পারাজ।
ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ দিয়ে ফিরছেন বাপ্পারাজ। ছবি: পরিচালকের সৌজন্যে