জমকালো আয়োজনে জেসিআই বাংলাদেশ কার্নিভাল অনুষ্ঠিত
Published: 8th, February 2025 GMT
দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জেসিআই বাংলাদেশ কার্নিভাল-২০২৫। গতকাল শুক্রবার জেসিআই বাংলাদেশ পরিবারের সদস্য, কর্পোরেট পার্টনার এবং দেশের উদীয়মান তরুণ নেতারা একত্রিত হয়ে একটি আনন্দদায়ক, অনুপ্রেরণামূলক এবং সহযোগিতামূলক দিন কাটিয়েছেন। সারা দিনব্যাপী বিনোদনের পাশাপাশি নতুন বছরের জন্য জেসিআই বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলো উপস্থিত অতিথিদের মাঝে তুলে ধরেন জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি কাজী ফাহাদ।
কার্নিভাল অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজি ফাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ-এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ইভেন্ট এডভাইজর এবং ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরিফিন রাফি আহমেদ, ন্যাশনাল জেনারেল লিগাল কাউন্সিল এসকে মতিউর রহমানসহ মেম্বার বডির সম্মানিত সদস্যবৃন্দ। এলিট ফোর্স, টেকনো ড্রাগস লিমিটেড, শেলটেকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন প্রতিনিধিবৃন্দও কার্নিভালে অংশ নেন।
বৈচিত্র্যময় একটি ট্যালেন্ট হান্ট প্রতিয়োগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সকালের পর্ব শুরু হয়। আরও ছিল র্যাফেল ড্র এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা যা অতিথিদের মনোযোগ আকর্ষণ করে রেখেছিল। এছাড়াও ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ভোজ ও চমৎকার খাবার উৎসব। উদ্ভাবনী ধারণা এবং প্রকল্পগুলি নিয়ে একটি মেলার আয়োজন ছিল অনুষ্ঠানে। প্রোগ্রামের সান্ধ্য আয়োজনে ছিল নাগর বাউল, জেমসের মনমুগ্ধকর পারফরম্যান্স।
জেসিআই বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ বলেন, ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৫ একটি অসাধারণ উদযাপন, যেখানে তরুণ নেতৃত্ব এবং কমিউনিটি স্পিরিট চমৎকারভাবে মিলে গিয়েছে। আমরা তরুণ নেতৃত্বকে শক্তিশালী করি যারা আমাদের ভবিষ্যতকে গড়ে তুলবে এবং স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবে। আজকের ইভেন্ট থেকে পাওয়া শক্তি এবং অনুপ্রেরণা আমাদের পুরো বছরের প্রচেষ্টাকে উজ্জীবিত করবে।’
সিওসি ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ট্রেজারার ইরফান উদ্দিন বলেন, ‘আমাদের সদস্য, স্পন্সর এবং অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত অভূতপূর্ব সমর্থন দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই ইভেন্টটি সহযোগিতার শক্তি এবং যুবকদের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার শক্তি প্রদর্শন করেছে। আমি নিশ্চিত যে জেসিআই বাংলাদেশ আগামী বছরগুলোতে উদ্দীপনা ও উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দেবে।’
ইভেন্ট ডিরেক্টর এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফাহিম আহমেদ মন্তব্য করেন, ‘এই চমৎকার কার্নিভালের জন্য ইভেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করা একটি সম্মানের বিষয়। আজকের যুব সদস্যদের উৎসাহ এবং সৃজনশীলতা দেখে বুঝতে পারি কেন আমরা যা করি তা এত গুরুত্বপূর্ণ। এই ইভেন্টটি একটি বছরব্যাপী দুর্দান্ত সুযোগ এবং শক্তি প্রদান করেছে।’
উপস্থিত সকল অতিথি, অংশীদার এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৮ ফেব্রুয়ারি ২০২৫)
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আজ শুরু। রাতে লা লিগায় মাদ্রিদ ডার্বি।গল টেস্ট-৩য় দিন????
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া
সকাল ১০-৩০ মি. সনি স্পোর্টস টেন ৫
পাকিস্তান-নিউজিল্যান্ড
বিকেল ৩টা টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
লেটন ওরিয়েন্ট-ম্যান সিটি
সন্ধ্যা ৬-১৫ মি. সনি স্পোর্টস টেন ২
বার্মিংহাম-নিউক্যাসল
রাত ১১-৪৫ মি. সনি স্পোর্টস টেন ২
ব্রাইটন-চেলসি
রাত ২টা সনি স্পোর্টস টেন ২
বরুসিয়া ডর্টমুন্ড-স্টুটগার্ট
রাত ৮-৩০ মি. সনি স্পোর্টস টেন ২
এমআই কেপটাউন-সানরাইজার্স ইস্টার্ন কেপ
রাত ৯-৩০ মি. স্টার স্পোর্টস ২
দামাক-আল হিলাল
রাত ১১টা সনি স্পোর্টস টেন ৫
রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ
রাত ২টা জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট