জমকালো আয়োজনে জেসিআই বাংলাদেশ কার্নিভাল অনুষ্ঠিত
Published: 8th, February 2025 GMT
দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জেসিআই বাংলাদেশ কার্নিভাল-২০২৫। গতকাল শুক্রবার জেসিআই বাংলাদেশ পরিবারের সদস্য, কর্পোরেট পার্টনার এবং দেশের উদীয়মান তরুণ নেতারা একত্রিত হয়ে একটি আনন্দদায়ক, অনুপ্রেরণামূলক এবং সহযোগিতামূলক দিন কাটিয়েছেন। সারা দিনব্যাপী বিনোদনের পাশাপাশি নতুন বছরের জন্য জেসিআই বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলো উপস্থিত অতিথিদের মাঝে তুলে ধরেন জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি কাজী ফাহাদ।
কার্নিভাল অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজি ফাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ-এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ইভেন্ট এডভাইজর এবং ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরিফিন রাফি আহমেদ, ন্যাশনাল জেনারেল লিগাল কাউন্সিল এসকে মতিউর রহমানসহ মেম্বার বডির সম্মানিত সদস্যবৃন্দ। এলিট ফোর্স, টেকনো ড্রাগস লিমিটেড, শেলটেকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন প্রতিনিধিবৃন্দও কার্নিভালে অংশ নেন।
বৈচিত্র্যময় একটি ট্যালেন্ট হান্ট প্রতিয়োগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সকালের পর্ব শুরু হয়। আরও ছিল র্যাফেল ড্র এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা যা অতিথিদের মনোযোগ আকর্ষণ করে রেখেছিল। এছাড়াও ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ভোজ ও চমৎকার খাবার উৎসব। উদ্ভাবনী ধারণা এবং প্রকল্পগুলি নিয়ে একটি মেলার আয়োজন ছিল অনুষ্ঠানে। প্রোগ্রামের সান্ধ্য আয়োজনে ছিল নাগর বাউল, জেমসের মনমুগ্ধকর পারফরম্যান্স।
জেসিআই বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ বলেন, ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৫ একটি অসাধারণ উদযাপন, যেখানে তরুণ নেতৃত্ব এবং কমিউনিটি স্পিরিট চমৎকারভাবে মিলে গিয়েছে। আমরা তরুণ নেতৃত্বকে শক্তিশালী করি যারা আমাদের ভবিষ্যতকে গড়ে তুলবে এবং স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবে। আজকের ইভেন্ট থেকে পাওয়া শক্তি এবং অনুপ্রেরণা আমাদের পুরো বছরের প্রচেষ্টাকে উজ্জীবিত করবে।’
সিওসি ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ট্রেজারার ইরফান উদ্দিন বলেন, ‘আমাদের সদস্য, স্পন্সর এবং অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত অভূতপূর্ব সমর্থন দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই ইভেন্টটি সহযোগিতার শক্তি এবং যুবকদের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার শক্তি প্রদর্শন করেছে। আমি নিশ্চিত যে জেসিআই বাংলাদেশ আগামী বছরগুলোতে উদ্দীপনা ও উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দেবে।’
ইভেন্ট ডিরেক্টর এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফাহিম আহমেদ মন্তব্য করেন, ‘এই চমৎকার কার্নিভালের জন্য ইভেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করা একটি সম্মানের বিষয়। আজকের যুব সদস্যদের উৎসাহ এবং সৃজনশীলতা দেখে বুঝতে পারি কেন আমরা যা করি তা এত গুরুত্বপূর্ণ। এই ইভেন্টটি একটি বছরব্যাপী দুর্দান্ত সুযোগ এবং শক্তি প্রদান করেছে।’
উপস্থিত সকল অতিথি, অংশীদার এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী কৃতি শ্যানন
আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫ এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কৃতি শ্যানন। দো পাত্তি সিনেমায় অভিনয়ে জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। সিনেমাটি প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। আর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি [সেক্টর ৩৬]। খবর হিন্দুস্তান টাইমসের। অ্যামাজন প্রাইম ভিডিয়ো ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।
গত শনিবার জয়পুরে অনুষ্ঠিত হয়েছে আইফা ২০২৫। আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা রইল। অ্যামাজন প্রাইম ভিডিয়ো ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।
দেখে নিন আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
চলচ্চিত্র বিভাগ
সেরা ছবি: অমর সিং চমকিলা
সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র): কৃতি শ্যানন (দো পাত্তি)
সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)
সেরা পরিচালক : ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): অনুপ্রিয়া গোয়েঙ্কা (বার্লিন)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): দীপক দোব্রিয়াল (সেক্টর ৩৬)
সেরা মৌলিক গল্প: কণিকা ধিলোঁ (দো পট্টি)
সিরিজ বিভাগ:
সেরা সিরিজ: পঞ্চায়েত সিজন ৩
সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র): শ্রেয়া চৌধুরী (বন্দিশ ব্যান্ডিটস সিজন ২)
সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত সিজন ৩)
সেরা পরিচালক: দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত সিজন ৩)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): সঞ্জিদা শেখ (হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): ফয়সাল মালিক (পঞ্চায়েত সিজন ৩)
বিবিধ
সেরা গল্প অরিজিনাল (সিরিজ): কোটা ফ্যাক্টরি সিজন ৩
সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড সিরিজ: ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস
সেরা ডকু-সিরিজ বা ডকু ফিল্ম: ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস
বেস্ট টাইটেল ট্র্যাক: ইশক হ্যায়ের জন্য অনুরাগ সাইকিয়া (মিসম্যাচড সিজন ৩)
আইফা ২০২৫ সম্পর্কে
এই আইফা অ্যাওয়ার্ডটি মূলত ওয়েব মাধ্যমের সিরিজ ও ছবির জন্য ছিল। এরপর গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট, ৯ মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। আইকনিক ছবি শোলের ৫০ বছর এবার। তাই বিশেষ উদযাপন হবে।এবারের আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অন্যদিকে, কারিনা কাপুর খানকে আইফার মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। তিনি তাঁর দাদু কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাবেন।