পাওনা টাকা চাওয়ায় ফুফাতো ভাই লাঠি দিয়ে মামাতো ভাইকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে নেত্রকোনার পূর্বধলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০)। নজরুল উপজেলার ছোছাউড়া গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুদির দোকানি ছিলেন। আর অভিযুক্ত ফুফাতো ভাই মানিক মিয়া একই গ্রামের আবদুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নজরুল ইসলাম তাঁর বাড়ির পাশে একটি মুদি ও চায়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। তাঁর দোকান থেকে বাকিতে পণ্য কেনেন তাঁর ফুফাতো ভাই মানিক মিয়া। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা ২০০ টাকা পরিশোধ করেননি মানিক। সম্প্রতি নজরুল তাঁর ফুফাতো ভাই মানিককে টাকা পরিশোধ করতে বেশ কয়েকবার তাগাদা দেন। শুক্রবার সকালে মানিক নজরুলের দোকানে গেলে টাকার জন্য আবার তাগাদা দেন। এ সময় দুজনের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন উভয়কে থামিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মানিক বাড়ি ফিরে যান।

ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে নজরুল স্থানীয় স্টেশন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির পাশেই মানিক লাঠি দিয়ে নজরুলকে পিটিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় নজরুল মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে মানিক মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ করা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে তিনি পলাতক। তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, নিহত নজরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নজর ল

এছাড়াও পড়ুন:

লাল সালাম: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়

বাংলাদেশে বামপন্থী রাজনীতির মধ্যে নানা মত-পথ, শাখা-প্রশাখা রয়েছে। তরুণ প্রজন্মের বেশির ভাগের কাছেই সব কটি বামপন্থী দল ও এর ছাত্রসংগঠনগুলোর নাম মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। মূল আদর্শগত পাটাতন একই হওয়ার পরও কেন এত ভাগ—এমন প্রশ্নে বাম রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্কহীন যে কারও মাথায় ঘোরে। যদিও পদ্ধতিগত ও কৌশলগত ভিন্নতার কারণেই এত ভাগ, কিন্তু এর ফলে বাংলাদেশে ভোটের রাজনীতিতে বাম দলগুলোর যেটুকুই শক্তি আছে, তা-ও বিভক্ত হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে আগ্রহী যে কারও জন্যই এ দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলোর ইতিহাস জানা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সম্প্রতি প্রকাশিত ‘লাল সালাম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’ বইটি আগ্রহী পাঠকের এ–বিষয়ক জিজ্ঞাসার অনেক উত্তর দিতে সক্ষম।

ভলতেয়ার (১৬৪১-১৭৭৮), টমাস পেইন (১৭৩২-১৮০৯), জেরেমি বেনথাম (১৭৪৮-১৮৩৪), কার্ল মার্ক্স (১৮১৮-১৮৮৩) প্রমুখ দার্শনিক ও চিন্তকেরা আধুনিক বাম ভাবাদর্শিক রাজনীতির প্রবক্তা। ১৯১৭ সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের মাধ্যমে প্রথম কোনো কমিউনিস্ট পার্টি রাষ্ট্রক্ষমতায় আসে। তবে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির সূচনা ঘটে ১৯২০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীন বর্তমান উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে।

মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে কিছু প্রবাসী ভারতীয় এই উদ্যোগ গ্রহণ করলেও তা বিরোধিতার মুখে পড়ে। পরবর্তী সময়ে ১৯২৫ সালের ২৫-২৮ ডিসেম্বরে উত্তর প্রদেশের কানপুরে অনুষ্ঠিত এক সম্মেলনের মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ভারতের কমিউনিস্ট পার্টি এই সালকেই তাদের প্রতিষ্ঠা সাল হিসেবে পালন করে থাকে।

সেই ধারাবাহিকতায় ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তানে প্রথম বামপন্থী রাজনৈতিক দল ছিল পাকিস্তানের কমিউনিস্ট পার্টি। ১৯৪৮ সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে পাকিস্তানের পার্টির জন্য ৯ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। পাকিস্তানের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক প্রতিষ্ঠাকাল ১৯৪৮ সালের ৬ মার্চ।

পাকিস্তান গঠনের শুরুতে কমিউনিস্ট পার্টি সরকারের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হলেও সেই সন্ধি বেশি দিন টেকেনি। ১৯৪৮-৫০ সময়ে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সদস্যদের নেতৃত্বে বেশ কিছু কৃষক বিদ্রোহ ও লাগাতার কৃষক আন্দোলন পরিচালিত হয়। পার্টির অনেক নেতা–কর্মী এসব ঘটনায় নিহত ও কারারুদ্ধ হন। পার্টির সদস্যরা আত্মগোপনে যাওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। অতিবিপ্লবী লাইনের নানামুখী সমালোচনার ফলে ১৯৫১ সালে কলকাতায় অনুষ্ঠিত এক সম্মেলনে সিদ্ধান্ত নেওয় হয় যে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে কমিউনিস্ট পার্টি নিজেদের সংগঠিত করবে।

সোভিয়েত কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসের পর আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে বিভক্তির সূচনা ঘটে। ষাটের দশকের শুরু থেকে এর ফলে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিও সোভিয়েত-চীন লাইনে বিভক্ত হয়ে পড়ে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর এসব বিভক্তি আরও ডালপালা মেলে এ দেশের কমিউনিস্ট পার্টিগুলোও নানা মত-পথে ছড়িয়ে পড়ে। সে হিসাবে বর্তমানে বিদ্যমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টিই আমাদের দেশে প্রথম কমিউনিস্ট পার্টি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাস নিয়ে বেশ কিছু গবেষণামূলক বই ইতিমধ্যে রয়েছে। এ ছাড়া এই পার্টির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত প্রথিতযশা ব্যক্তিদের কিছু আত্মজীবনীমূলক গ্রন্থ ও স্মৃতিচারণাও রয়েছে। সেসব থেকে কমিউনিস্ট পার্টির ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। কিন্তু বেশ কিছু কারণে সম্প্রতি প্রকাশিত ‘লাল সালাম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’ গ্রন্থটি অনন্য হয়ে উঠেছে।

প্রথম কারণ কমিউনিস্ট পার্টির সঙ্গে বইয়ের লেখক মতিউর রহমানের ৩০ বছরের পথচলা এবং একটা বড় সময় দলটির নানামুখী প্রকাশনার সঙ্গে যুক্ততা। দীর্ঘকাল তিনি কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতার সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি শিখা, মুক্তির দিগন্ত, গণসাহিত্য ও মুক্তিযুদ্ধ নামের পার্টির অন্যান্য পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এর ফলে সহজেই তিনি পার্টির দলিলপত্র ও অনেক লিখিত ইতিহাসের সংস্পর্শে আসতে পেরেছিলেন, যেগুলো সংরক্ষণের উদ্যোগও তাঁর মধ্যে ছিল।

বইয়ের লেখক মতিউর রহমান বইটি লেখার দীর্ঘ যাত্রাপথের কাহিনি ও অনুপ্রেরণার উৎস সম্পর্কে ভূমিকায় লিখেছেন। নিজ পরিবারে কমিউনিস্ট রাজনীতির আবহ থাকায় এবং ছোটকাল থেকেই এ ঘরানার পত্রপত্রিকা ও প্রকাশনার সংস্পর্শে আসায় বামপন্থার প্রতি তিনি ঝুঁকে পড়েন। তিনি ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টিসহ নানামুখী বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

ভূমিকার অংশ পড়ে জানা যায়, তিনি দেশ–বিদেশের বহু বামপন্থী রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তির সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন। লেখক স্পষ্টভাবেই উল্লেখ করেছেন, দীর্ঘদিনের প্রচেষ্টার পর বইটি প্রকাশের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বহু নেতা–কর্মীর প্রতি কৃতজ্ঞতা স্বীকারের একটি উপলক্ষ তিনি পেয়েছেন।

এই বইয়ের একটি বিশেষ দিক হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন। বহু বইপত্র ও লেখাজোকা থেকে সেই নির্বাচন সম্পর্কে জানা যায়। সেই নির্বাচনে কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন প্রার্থী জয়লাভ করেছিলেন। কমিউনিস্ট পার্টি, স্বতন্ত্র ও যুক্তফ্রন্টের প্রার্থী হয়ে তাঁরা লড়েছিলেন। পাকিস্তান সরকারের দমন-পীড়ন ও বাধাবিপত্তির মুখেও এটা ছিল কমিউনিস্টদের একটা উল্লেখযোগ্য সাফল্য। কিন্তু কমিউনিস্ট পার্টির ঠিক কতজন প্রার্থী সে নির্বাচনে জয়ী হয়েছিলেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য কোথাও পাওয়া যায় না। বিভিন্ন লেখায় নানা ধরনের সংখ্যার উল্লেখ পাওয়া যায়।

তবে এই বইয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ১৯৭৭ সালে প্রণীত প্রতিবেদন এবং তৎকালীন পত্রপত্রিকায় প্রকাশিত সূত্র ব্যবহার করে কমিউনিস্ট পার্টির মোট কতজন প্রার্থীর মধ্যে কতজন জয়ী হয়েছিলেন, তার একটা সুনির্দিষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া বহু জানা ঘটনারই বেশ কিছু অজানা দিক উঠে এসেছে এই বইয়ে।

সে সময়ে নানা উদ্যোগের মধ্যে কমিউনিস্টদের উল্লেখযোগ্য অবদান ছিল যুবলীগ গঠন (বর্তমানের যুবলীগ নয়)। এটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম প্রগতিশীল যুবসংগঠন। এ ছাড়া ভাষা আন্দোলন, ছাত্র ইউনিয়ন গঠন, সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে নানা উদ্যোগ, শান্তি পরিষদ গঠন ইত্যাদি বিষয়ে কমিউনিস্টদের ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে এই বইয়ে। সে সময়ের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল গণতন্ত্রী দল গঠন। পাকিস্তান সরকারের নিপীড়নের কারণে তখন প্রকাশ্যে কমিউনিস্ট পরিচয়ে কাজ করা কঠিন হয়ে পড়েছিল। তাই গণতন্ত্রী দল গঠনের মধ্য দিয়ে কমিউনিস্ট রাজনীতি এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এর পেছনে উদ্যোগ, গঠন এবং এর পরিণতি সম্পর্কে বইয়ে আলোচনা করা হয়েছে।

দমন–পীড়ন এড়াতে সে সময় কমিউনিস্টরা অন্য দলের ভেতর কাজ করা শুরু করেন। ১৯৫৪ সালের নির্বাচনে তাঁরা যুক্তফ্রন্ট গঠনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। কিন্তু নির্বাচনের পরপরই কমিউনিস্টদের গ্রেপ্তার ও আটক করা শুরু হয় এবং শেষ পর্যন্ত পার্টিকে নিষিদ্ধ করা হয়। পাকিস্তান সরকার এবং মার্কিন প্রশাসনের ভূমিকা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এসব বিষয়ে বেশ কিছু অজানা দিক উঠে এসেছে এই বইয়ে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ও সোভিয়েত কমিউনিস্ট পার্টির সম্পর্কের নানা দিক নিয়েও আলোচনা রয়েছে এখানে। দেশ-বিদেশের কমিউনিস্ট নেতাদের সঙ্গে লেখক মতিউর রহমানের ব্যক্তিগত যোগাযোগ ও অভিজ্ঞতার বর্ণনা বইটিকে অনেক বেশি ঋদ্ধ করেছে।

বইয়ের দ্বিতীয় ভাগের শিরোনাম ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করার পর থেকে দেশ স্বৈরশাসনের কবলে পড়ে। এর পর থেকেই কমিউনিস্টরা নানা ধরনের আন্দোলন–সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। মতিউর রহমানের সংগ্রহে থাকা দলিলপত্রের বরাতে ১৯৫৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত নানামুখী গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের চিত্র উঠে এসেছে বইয়ের দ্বিতীয় অধ্যায়ে। এ অধ্যায়ে সংযুক্ত দলিলপত্রের মধ্যে রয়েছে কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেসে গৃহীত কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক রিপোর্ট, রাজনৈতিক কর্মসূচি এবং রাজনৈতিক প্রস্তাব। এসব দলিলপত্রে দেখা যায়, ১৯৬৮ সালেই কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেসে স্বাধীন বাংলার প্রশ্ন বিবেচনায় নেওয়া হয়েছিল।

১৯৬৯ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির ভূমিকা সম্পর্কে বইয়ের তৃতীয় অধ্যায়ে আলোকপাত করা হয়েছে। লেখকের কাছে থাকা বেশ কিছু দুর্লভ প্রচারপত্র, রাজনৈতিক প্রস্তাব, সার্কুলার, মূল্যায়ন পুস্তিকা ইত্যাদি দলিলের বরাতে সে সময়ে কমিউনিস্ট পার্টির ভূমিকার একটি চিত্রায়ণ করা হয়েছে। উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন হয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বিস্তৃত এই অধ্যায়ের সময়কাল।

বইয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিশিষ্ট যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৪৮ সালের কমিউনিস্ট পার্টির সশস্ত্র বিপ্লবের প্রচারপত্র, পূর্ববঙ্গে কমিউনিস্ট বিরোধিতায় ১৯৫০ সালের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মসূচি, কমিউনিস্ট পার্টির ১৯৫৩ সালের খসড়া রাজনৈতিক কর্মসূচি, ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে কমিউনিস্ট ও বামপন্থী প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচিতি, ১৯৫৫-৫৬ সময়ে মুক্তিপ্রাপ্ত রাজবন্দীদের নামের তালিকা এবং ১৯৬৯ সালে মস্কোয় অনুষ্ঠিত ৭৫টি কমিউনিস্ট পার্টির সম্মেলনে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অনিল মুখার্জির বক্তৃতা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গঠনের শুরুর দিকে দলটি বহু বাধাবিপত্তি ও সংগ্রামের মুখে পড়েছিল। পুস্তকের বর্ণনার মতো ছিল না এর গঠনপর্ব। পাকিস্তানের জন্মলগ্ন থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার পুরো ২৪ বছরের নানামুখী রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে কমিউনিস্ট পার্টির উজ্জ্বল ভূমিকা দেখা যায়। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাস ছাড়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। এ বিবেচনায় সম্প্রতি প্রকাশিত ‘লাল সালাম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’ বইটি একটি উল্লেখযোগ্য সংযোজন।

খলিলউল্লাহ্ প্রথম আলোর জলবায়ু প্রকল্প ব্যবস্থাপক

সম্পর্কিত নিবন্ধ