টেকসই সংস্কারে সমঝোতা পরিষদ গঠন জরুরি
Published: 8th, February 2025 GMT
সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য সমঝোতা পরিষদ গঠনের প্রয়োজনীয়তার কথা সামনে এনেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। শনিবার রংপুর নগরীর একটি রেস্তোরাঁয় ‘সংবিধান সংস্কারে সমঝোতা’ শীর্ষক সংলাপে বক্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই-৩৬ ফোরাম-অপরাজেয় বাংলার উদ্যোগে এ আয়োজন করা হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। এতে অন্তর্বর্তী সরকারের অপেক্ষায় না থেকে রাজনৈতিক দলগুলোকে একত্র হয়ে সমঝোতা পরিষদ গঠন করে সংবিধান সংস্কারের ব্যাপ্তি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে নিষ্ক্রিয় থাকার উপায় নেই। নিজ উদ্যোগে সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। এ নিয়ে রাজনৈতিক দল ও পক্ষগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নিতে হবে। অংশীজনের মধ্যেও সমঝোতার আলাপ তুলে ধরে সংবিধান সংস্কারের টেকসই ও বাস্তবমুখী পথ নির্ধারণ সম্ভব হবে।
আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক অধ্যাপক চিনু কবিরের সভাপতিত্বে এবং বিভাগীয় সমন্বয়ক রায়হান কবিরের পরিচালনায় বক্তব্য দেন জুলাই-৩৬ ফোরাম-অপরাজেয় বাংলার আহ্বায়ক নাজীর শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, এবি পার্টির মহানগর আহ্বায়ক আব্দুর রউফ, ইসলামী আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান, জেএসডির মহানগরের সদস্য সচিব এ বি এম মশিউর রহমান, নাগরিক ঐক্যের জেলা আহ্বায়ক মাহি আজাদ প্রমুখ।
সংলাপে রংপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বিএনপি নেতা সামসুজ্জামান সামু বলেন, রাজনৈতিক মহলে সংস্কার নিয়ে ঐক্য করতে হবে। সব পক্ষকে সঙ্গে নিয়ে সমঝোতা পরিষদ তৈরির প্রস্তাবে তার দলের নৈতিক সম্মতি রয়েছে। কিন্তু সংস্কার প্রশ্নে সিদ্ধান্ত হবে নির্বাচিত প্রতিনিধির হাতে। বিএনপির ৩১ দফার ভিত্তিতে সংস্কারের কথা বলা হচ্ছে।
এবি পার্টির আব্দুর রউফ বলেন, সমঝোতার মাধ্যমে সংস্কার করে তারপর নির্বাচন করতে হবে। সমঝোতায় আসতে ছোট-বড় সব শক্তির ক্ষমতার ভারসাম্য আলোচনার প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। গণসংহতি আন্দোলনের তৌহিদুর রহমান বলেন, জাতির জীবনে ঐতিহাসিক মুহূর্ত বার বার আসে না। অতীত ইতিহাস থেকে দলগুলোকে শিক্ষা নিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করতে হবে।
ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। আগে সংস্কার, পরে নির্বাচন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ট কসই স স ক র সমন বয়ক জন ত ক দ র জন ত ক সমঝ ত
এছাড়াও পড়ুন:
বেরোবির দুই হলের নাম পরিবর্তন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল নামকরণ করা হয়েছে।
শনিবার প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।
উপাচার্য আরও বলেন, জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।