সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভেঙে ফেলা হয়েছে কৃষকের ভাস্কর্য
Published: 8th, February 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কভার্ডভ্যান চুরির পর টুকরো টুকরো করেন তারা
ঢাকার সাভারে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ডভ্যান চুরি করে টুকরো টুকরো করে বিক্রি করেছে একটি চোর চক্র। এ ঘটনার তিনদিন পর চক্রের তিন সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গাড়িটির অংশবিশেষ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে সাভার মডেল থানা থেকে গ্রেপ্তারকৃতদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ১৫ এপ্রিল রাতে সাভারের পশ্চিম ব্যাংকটাউন স্ট্যান্ডে রাস্তার পাশ থেকে চুরি হয় কভার্ডভ্যানটি। এ ঘটনায় গাড়িটির মালিক শেখ মহিউদ্দিন সাভার মডেল থানায় চুরির মামলা করেন।
আরো পড়ুন:
জামিনে এসেই মামলা তুলে নিতে হুমকি ইউপি সদস্যের
টিপকাণ্ড: লতা সমাদ্দার, সুবর্ণা মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজধানীর উত্তর বাড্ডার আরমান (২২), ময়মনসিংহের সুজন মিয়া (৩০) ও সোহাগ মিয়া (২৫)।
পুলিশ জানায়, গাড়ি চোরদের ধরতে এবং গাড়িটি উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া গাড়িটির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। আসামিরা গাড়িটি ভেঙে বিক্রির চেষ্টা করছিল।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, “আরমান ও সোহাগ গাড়িটি টুকরা টুকরা করেন। গাড়িটির খণ্ড খণ্ড টুকরোগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ