দিনাজপুরে গুদামঘর থেকে চানাচুর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
Published: 8th, February 2025 GMT
প্রতীকী ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেরোবির দুই হলের নাম পরিবর্তন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল নামকরণ করা হয়েছে।
শনিবার প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।
উপাচার্য আরও বলেন, জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।