গোপালগঞ্জে একটি বেসরকারি সংস্থার সভা চলাকালে সদস্যদের ওপর হামলা ও গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বিশ্ব মুক্তবাণী সংস্থায় (ডগলাস) এ ঘটনা ঘটে।

এতে ওই সংস্থার কোষাধ্যক্ষ শ্যামল মণ্ডল (৪৯) অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শ্যামল মণ্ডল গোপালগঞ্জ সদর উপজেলা করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের নকুল বিশ্বাসের ছেলে।

বিশ্ব মুক্তবাণী সংস্থার (ডগলাস প্রকল্প) নির্বাহী পরিচাক শলোমন অপূর্ব বাড়ৈ বলেন, গোপালগঞ্জের বেদগ্রামে বিশ্ব মুক্তবাণী সংস্থার সামনে ও ভিতরে জায়গা দখল করার জন্য দীর্ঘদিন পাঁয়তারা করছেন এন্ড্রু বিশ্বাস। শনিবার ছিল কার্যনির্বাহী কমিটির নির্ধারিত সভা। এন্ড্রু সংস্থার বর্তমান কমিটির কার্যনির্বাহী কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এন্ড্রু সভায় উপস্থিত ছিলেন না। সভা শুরু হওয়ার কিছু সময় পর এন্ড্রু সভা বানচাল করার জন্য ৪০ থেকে ৫০ জনকে নিয়ে সভাকক্ষে ঢোকেন। এক পর্যায়ে উপস্থিত সদস্যদের বেধড়ক মারধর শুরু করেন। আতঙ্কে সদস্যরা দৌড়ে বের হতে থাকেন। এ সময় সংস্থার কোষাধ্যক্ষ শ্যামলকে কক্ষে আটকে প্রথমে মারধর ও পরে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। সংস্থার সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথম গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সংস্থার সাধারণ সম্পাদক দানিয়েল বৈদ্য জানান, তিনি খুলনার ট্রাবোনাকাল গ্রেস এজি চার্চের পুরোহিতের দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার এন্ড্রু, তার ভাগনে শুকলাল মজুমদার ও আকাশ মজুমদার খুলনায় এসে তাকে সভায় উপস্থিত না হওয়ার জন্য হুমকি দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি গোপালগঞ্জে এলে দেখে নেবেন বলেও হুমকি দিয়ে আসেন তারা। এন্ড্রুর উদ্দেশ্য, এ সংস্থার জায়গা দখল করে সেখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এন্ড্রুর নেতৃত্বে প্রভাস বাড়ৈ, দিলীপ বাড়ৈ, আইজ্যাক বাড়ৈ, জুয়েল বাড়ৈ, মিকাইল বাড়ৈ, লিটন বল্লভ, শুকলাল মজুমদারসহ ৪০-৫০ জন সভায় এসে হামলা করে।

এ বিষয়ে এন্ড্রু বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, তার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ সঠিক নয়। সংস্থার সাধারণ সম্পাদক দানিয়েল বৈদ্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে তিনি আরও জানান, তিনি তার (দানিয়েল) বড় ভাই হিসেবে একটি থাপ্পড় মেরেছেন। তবে সভায় তার কোনো লোক হামলা করেনি দাবি করে তিনি বলেন, কারা তাদের ওপর হামলা করেছে বা পুড়িয়েছে তা আমার জানা নেই।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুলাহ রাজীব বলেন, শনিবার দুপুরে শ্যামল মণ্ডল নামের এক অগ্নিদগ্ধ রোগীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার বুক, পেট, দুই হাতের সব জায়গা পুড়ে গেছে। রোগী যন্ত্রণায় ছটফট করছিলেন। তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান বলেন, ৯৯৯-এর মাধ্যমে আমরা জানতে পারি বেদগ্রাম বিশ্ব মুক্তবাণী সংস্থার সভা চলাকালে হামলা ও একজনকে অগ্নিদগ্ধ করা হয়েছে। সেখানে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ প লগঞ জ গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

মা-মেয়েকে উত্ত্যক্তের জের, মাইকিং করে সংঘর্ষে জড়াল দুই এলাকার মানুষ

মা-মেয়েকে উত্ত্যক্ত করার জের ধরে কু‌ড়িগ্রা‌মের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জের দুই এলাকার মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্প‌তিবার ক‌য়েক দফার এই সংঘ‌র্ষে উভয় প‌ক্ষের ২০-২৫ জন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার চিলমারীর রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া গ্রামের এক নারী তাঁর মেয়েকে নিয়ে দ্বিতীয় তিস্তা সেতু এলাকায় ঘুরতে যান। এ সময় সুন্দরগঞ্জের হ‌রিপুর ইউনিয়‌নের শহ‌রের মোড় এলাকার কয়েকজন কিশোর গোপনে তাঁদের ছবি তোলেন ও উত্ত্যক্ত করার চেষ্টা করেন। মা–মেয়ে ওই ঘটনার প্রতিবাদ করলে ওই কিশোরেরা তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন। বিষয়টি চোখে পড়লে প্রতিবাদ জানান চিলমারীর রমনা ইউনিয়নের ডাঙ্গার চর এলাকার সাজু ও মোতালেব মিয়া নামের দুই ব্যক্তি। এরপর কয়েকজন তাঁদের মারধর করেন।

স্থানীয় লোকজন জানান, আজ বৃহস্পতিবার সকালে রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া এলাকার আলমগীর হোসেন (৩৫) ভুট্টাখেত দেখতে গেলে শহরের মোড় এলাকার কয়েকজন তাঁকে মারধর করেন। খবর পেয়ে আলমগীরকে তাঁর পরিবারের লোকজন উদ্ধার করেন। তাঁকে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই ঘটনার পর দুই পক্ষের মানুষ মাইকিং করে লোকজন ডাকে। এরপর দুই পক্ষের শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ২০-২৫ জন আহত হন। খবর পে‌য়ে কু‌ড়িগ্রাম থে‌কে সেনাবা‌হিনীর এক‌টি দল ঘটনাস্থ‌লে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আশেক বলেন, গোপনে মা-মেয়ের ছবি তোলাকে কেন্দ্র করে কয়েক দিন থেকে দুই এলাকার মানুষের মাঝে উত্তেজনা চলছিল। আজ চিলমারীর একজন কৃষক জমিতে কাজ করতে গেলে সুন্দরগঞ্জ শহ‌রের মোড় এলাকার কয়েকজন মিলে তাঁকে মারধর করে। ওই ঘটনায় দুই এলাকার মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

চিলমারী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, উভয় এলাকার বাসিন্দাদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ