ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলামের স্ত্রীর মালিকানাধীন মমি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।

ব্যবস্থাপক মাহফুজ রানা জানান, মমি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলামের স্ত্রী ড্যানিস ইসলামের। ক্লিনিকটি তিনি চুক্তিতে পরিচালনা করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৭টার মধ্যে চোরেরা তালা ভেঙে ক্লিনিকে থাকা বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া সরঞ্জামের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

চুরি হওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে দুটি আলট্রাসাউন্ড মেশিন, একটি এক্স-রে মেশিন, প্রিন্টার, একটি সিবিসি মেশিন, একটি অ্যানালাইজার মেশিন ও দুটি কম্পিউটার। এ ছাড়া চোরেরা ক্লিনিকের সিসিটিভি ক্যামেরা ও রেকর্ডারও নিয়ে গেছে।

এ ঘটনায় গতকাল মাহফুজ রানা বালিয়াডাঙ্গী থানায় একটি অভিযোগ করেছেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

শওকত আলী জানান, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্ত ও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরঞ জ ম

এছাড়াও পড়ুন:

ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট, চিৎকার করায় গুলি

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথমে ককটেল বিস্ফোরণ ও গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারস্থ প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জনতা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। 

মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে ৫-৭ জনের ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে সবাইকে জিম্মী করে স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় পাশের দোকানের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। তখন তাকে গুলি করে ডাকাতরা। 

প্রীত জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বলেন, ‘ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। ডাকাতরা ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।’ 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘মিয়াবাজার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   অন্য ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ