যৌক্তিকভাবে হিমাগারের ভাড়া বাড়ানো হয়েছে, দাবি হিমাগার সমিতির
Published: 8th, February 2025 GMT
দেশের হিমাগারমালিকেরা বলেন, বর্তমানে সারা দেশে ৪০০ হিমাগার আছে। ব্যাংকঋণ ও অন্যান্য পরিচালনা ব্যয় বহন করতে না পেরে এর মধ্যে তিন-চতুর্থাংশ বা প্রায় ৩০০টি হিমাগার রুগ্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ছাড়া বেশ কিছু হিমাগার ঋণখেলাপি হয়ে গেছে।
আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন বা হিমাগার সমিতি। সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিমাগার সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। এ সময় সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোস্তফা আজাদ চৌধুরী জানান, চলতি বছর যৌক্তিকভাবে হিমাগারের ভাড়া বাড়ানো হয়েছে। সব খরচ বিবেচনায় নিয়ে ভাড়া আট টাকা করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে তা কমানোর সুযোগ নেই। তবে সরকার ঋণের সুদহার কমানোসহ কিছু সহায়তা দিলে ভাড়া কমানো সম্ভব বলে জানান তিনি।
সাধারণত বছরের ফেব্রুয়ারি মাসের শেষ থেকে হিমাগারে আলু সংরক্ষণ শুরু হয়। এই কার্যক্রম শেষ হয় জুলাই মাসে। এরপর আলু খালাস (খুচরা বাজারে সংরক্ষিত আলু বিক্রি) শুরু হয়, যা চলে ডিসেম্বর মাস পর্যন্ত। এরপর বাজারে নতুন আলু আসতে শুরু করে।
সংবাদ সম্মেলনে হিমাগার সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, হিমাগারের প্রধান ব্যয়ের খাত হচ্ছে ব্যাংকঋণের কিস্তি ও বিদ্যুৎ বিল। গত এক বছরে সুদহার প্রায় ১৫ শতাংশ বেড়েছে এবং উল্লেখযোগ্য হারে বেড়েছে বিদ্যুৎ বিলও। এ ছাড়া হিমাগারে আলু আনা-নেওয়া (লোডিং-আনলোডিং), কর্মীদের বেতন–ভাতাসহ আনুষঙ্গিক সব খরচই বেড়েছে।
মোস্তফা আজাদ বলেন, এসব আবশ্যক ব্যয় বিবেচনায় নিয়ে ২০২৫ সালে হিমাগারে আলু সংরক্ষণে কেজিপ্রতি ভাড়া ৯ টাকা ৬২ পয়সা হওয়ার কথা। তবে আলুচাষি ও আলু সংরক্ষণকারী ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় ভাড়া ৮ টাকা নির্ধারণ করেছে সমিতি। তবে ন্যূনতম এই ভাড়া অনেকে দিতে চাচ্ছেন না।
এদিকে চলতি বছর হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ করেন ক্ষুব্ধ কৃষক ও মৌসুমি ব্যবসায়ীরা। যেমন, গত ২ ফেব্রুয়ারি রাজশাহীর মোহনপুর উপজেলায় মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেন কৃষক ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, হিমাগার ভাড়া চার টাকা থেকে বাড়িয়ে আট টাকা করা হয়েছে।
মোস্তফা আজাদ বলেন, ২০২৪ সালে হিমাগার ভাড়া কেজিতে ৭ টাকা করে ছিল। এই সত্য গোপন করে এবং হিমাগার পরিচালনার আবশ্যকীয় ব্যয় বিবেচনায় না নিয়ে কিছু মধ্যস্বত্বভোগী মনগড়া বক্তব্য ও কর্মসূচি দিচ্ছে। এ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন মোস্তফা আজাদ। তিনি বলেন, সাধারণত হিমাগারে ৫০ কেজির বস্তায় আলু সংরক্ষণের বিষয়ে আদালতের নির্দেশনা আছে। তবে দেখা গেছে, অতীতে অনেক ব্যবসায়ী এ নিয়ম না মেনে ৭০ থেকে ৭২ কেজি আলু বস্তায় ভরে হিমাগারে রেখেছেন।
মোস্তফা আজাদ বলেন, গত বছর কেজিপ্রতি আট টাকা করে ৫০ কেজির বস্তার জন্য মোট ৩৫০ টাকা ভাড়া নেওয়া হয়। তবে যাঁরা ৭০-৭২ কেজির বস্তা রেখেছিলেন, তাঁরাও ৩৫০ টাকা করে ভাড়া দিয়েছিলেন। সেই হিসাবে তাঁদের কেজিতে পাঁচ টাকার মতো ব্যয় হয়েছে। চলতি বছর এ ধরনের অনিয়ম একেবারে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মূলত এ কারণেই একটি মহল অপপ্রচার ও ভাড়া কমানোর আন্দোলন করছে।
সংবাদ সম্মেলনে হিমাগারমালিকেরা জানান, বস্তায় ১৫-২২ কেজি আলু বেশি রাখায় তাঁরা এত দিন এসবের ভাড়া থেকে বঞ্চিত হয়েছেন। আবার এ কারণে হিমাগারের আলুর ধারণক্ষমতাও ২০-২৫ শতাংশ কমে যায়। এতে ১০ হাজার টনের একটি হিমাগারে বছরে দেড় থেকে দুই কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। এসব কারণে দেশের ৪০০ হিমাগারের মধ্যে প্রায় ৩০০ হিমাগারই রুগ্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আরও বেশ কিছু হিমাগার ঋণখেলাপি হয়ে গেছে।
হিমাগারমালিকেরা আরও জানান, দেশে আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। এর মধ্যে হিমাগারের ধারণক্ষমতা ৪৫ লাখ টনের মতো। চলতি বছর আলু উৎপাদন হতে পারে ১ কোটি ২০ লাখ টনের মতো। সেই হিসাবে বিপুল পরিমাণ আলু হিমাগারের বাইরে থাকবে এবং পণ্যটির দাম সেভাবে বাড়বে না। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়তে পারেন।
সমিতির সভাপতি মোস্তফা আজাদ বলেন, এমন বাস্তবতায় দেশ থেকে উদ্বৃত্ত আলু রপ্তানির উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি হিমাগারের ভাড়া কমানোর জন্যও সরকারি সহায়তা প্রয়োজন। এ ছাড়া হিমাগারের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তা যাচাই করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কমাতে সরকারের কাছে পাঁচটি দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সেগুলো হচ্ছে—ব্যাংকঋণের সুদহার ১৭ শতাংশ (দণ্ডসুদসহ) থেকে কমিয়ে ৭ শতাংশ করা; বিদ্যুৎ বিলের ইউনিটপ্রতি খরচ কমিয়ে ৫ টাকা করা; হিমগার–সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয়ের ওপর ভ্যাট প্রত্যাহার করা; উৎসে কর (টিডিএস) প্রত্যাহার করা ও ঋণের কিস্তি পরিশোধের সময় ত্রৈমাসিকের পরিবর্তে বার্ষিক করা। হিমাগারমালিকেরা বলেন, আলু সংরক্ষণ ভাড়া কৃষকদের সহনীয় পর্যায়ে আনতে হিমাগারশিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করে সরকারকে এসব পদক্ষেপ নিতে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য় ত হয় ছ সরক র
এছাড়াও পড়ুন:
‘নামাজ চলাকালে’ গান বাজানোর অভিযোগ তুলে হামলা-ভাঙচুর
রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ১৫-২০ জন এ হামলা চালায় বলে জানা গেছে। এ সময় ৬০-৭০টি চেয়ার ও বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে যায়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসলিম উদ্দিন বলেন, বিকেলে ১৫-২০ জন রড ও লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। তারা কারও সঙ্গে কথা না বলেই ভাঙচুর শুরু করে। নামাজের সময় গান বাজানোর অভিযোগ তুলে হামলা করা হলেও এ সময় গান-বাজনা বন্ধ ছিল। তিনি আরও জানান, জোহর ও আসরের নামাজের সময় অনুষ্ঠানে বিরতি দেওয়া হয়েছিল। তারপরও অভিযোগ তুলে এ হামলা চালানো হয়। কলেজের গভর্নিং বডির সভাপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নামাজের সময় গান বাজানোর অভিযোগে স্থানীয়রা ভাঙচুর চালিয়েছে। পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।