প্রয়াত শিশুসংগঠক ও মানবাধিকার কর্মী পারভীন আক্তার খান মেরীর লেখা দুটি বই প্রকাশ করেছে খেলাঘর ফরিদপুর আসর।

শনিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ‘জীবনের বাঁকে বাঁকে’ ও ‘ব্যাঙের মেয়ের বিয়ে’ নামের বই দুটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ।

বই দুটির প্রকাশনা উৎসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক ম.

হালিম, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ রায় কর্মকার, অধ্যাপক রেজভী জামান, অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহম্মেদ ও ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। খেলাঘরের পক্ষে ছিলেন আলতাফ হোসেন ও ববি হক।

লেখক পারভীন আক্তার খান মেরীর লেখা ছাড়াও অনুষ্ঠানে কবিতা পাঠ করেন স্থানীয় শিল্পী ও খেলাঘরের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, লেখিকা তার জীবদ্দশায় বই দুটি প্রকাশ করে যেতে না পারলেও বইগুলো পাঠকের হাতে পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তার লেখা ছড়া ও কবিতার বইয়ের পাশাপাশি আমাদের এই ভাষার মাসে সাহিত্যের বিভিন্ন ধারার সমৃদ্ধ গ্রন্থ পাঠ করার দিকে মনোযোগী হতে হবে। একজন লেখকের জীবনদর্শন ও উপলব্ধি ফুটে ওঠে তার সৃষ্টি লেখনীতে। বিশেষ করে নতুন প্রজন্মকে তাদের সমৃদ্ধ মনন ও উন্নত বোধ তৈরিতে বেশি করে বই পড়ার দিকে ঝুঁকতে হবে। এ প্রজন্মকে বইমুখী করার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের।

উৎস: Samakal

কীওয়ার্ড: বই

এছাড়াও পড়ুন:

‘ধর্ষণ’ বিষয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার

‘ধর্ষণ’ শব্দ পরিহার নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর করা মন্তব্যের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। রবিবার (১৬ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ধর্ষণ শব্দটি পরিহার নিয়ে ডিএম‌পি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর করা মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আট বছর বয়সী বা ৮০ বছর বয়সী, যার সঙ্গেই হোক না কেন—ধর্ষণ ধর্ষণই। এমন জঘন্য অপরাধকে অবশ্যই যথাযথভাবে উল্লেখ করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদকর্মীদের সংবাদ প্রতিবেদনে ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন।

ঢাকা/হাসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ