আড়াইহাজারে নৈরাজ্য ও অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় নেই : সাদেক
Published: 8th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, বহু রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। কোন কারনে যেন আমাদের অর্জিত স্বাধীনতা বিসর্জিত না হয়। আর কেউ আমাদের দলের নাম ভাগিয়ে কোন সন্ত্রাসী চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িত হবেন না।
যদি কেউ এই সকল কর্মকাণ্ড সাথে লিপ্ত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব ব্যবস্থা নিবেন। আর আড়াইহাজারে নৈরাজ্য ও অস্থিতিশীল করার চেষ্টা করবে সে যত বড় নেতা বা সন্ত্রাসী হোক আমরা কিন্তু তাকে ছাড়বো না।
গোপালদী পৌর যুবদলের নেতৃবৃন্দদেরকে বলতে চাই আপনারা প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় পাহারার ব্যবস্থা করবেন। আওয়ামী লীগ সন্ত্রাসীরা জানি কোন ধরনের পোস্টার দেওয়ার লিখন করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় গোপালদী পৌরসভা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলে কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা তারা এখনো পালিয়ে যায়নি। তারা কিন্তু এখনো ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আগামী দিনে এদেশে একটি জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসার মাধ্যমে এদেশের পূর্ণ স্বাধীনতা আসবে ইনশাল্লাহ।
গোপালদী পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, নাদিম হোসাইনসহ যুবদলের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ য বদল র আম দ র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
নারায়ণগঞ্জে জেলা কারাগারের সামনের পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোর মাদরাসার শিক্ষার্থী হতে পারে। পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত জেলা কারাগার। এই কারাগারের সামনের পুকুরে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
আরো পড়ুন:
যুবককে হত্যার পর হাসপাতালে রেখে গেল দুর্বৃত্তরা
মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বলেন, “মারা যাওয়া কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের পায়জামা। মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং গাল ফোলা ছিল।”
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।”
তিনি আরো বলেন, “পুকুরটি জেলা কারাগারের সামনে হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে পুকুরটিতে দিনে রাতে যখন তখন বহিরাগত নারী-পুরুষ ও শিশু-কিশোররা গোসল করেন।”
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “পুকুরটি কারাগারের সামনে হলেও এটি সড়ক বিভাগের স্থানে হওয়ায় আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারছি না। আজকের ঘটনার পর পুকুরটির নিরাপত্তার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছি।”
ঢাকা/অনিক/মাসুদ