যেখানেই সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন : খোরশেদ
Published: 8th, February 2025 GMT
আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া বলেন, আপনারা যেখানেই সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি দেখবেন সেখানেই আপনারা প্রতিবাদ করবেন।
আমাদের নেতা বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আড়াইহাজারকে একটি বিএনপির ঘাঁটি হিসেবে সুপরিচিত করেছেন।
উনি আড়াইহাজারকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আর তা বাস্তবায়ন করার দায়িত্ব হল নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতাকর্মীদের। আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে এই মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় গোপালদী পৌরসভা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তার বিরুদ্ধে সে যদি দলীয় হয় তাহলে তার বিরুদ্ধে আপনার অবস্থান করবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন। সে যত বড় নেতাই হোক তাকে ছাড় দেওয়া হবে না। আর রাজপথে ত্যাগী নেতাকর্মীদেরকে অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন তারাই আগামীতে নেতৃত্ব দিবেন এবং সামনের সারিতে থাকবে।
গোপালদী পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, নাদিম হোসাইনসহ যুবদলের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য বদল র আপন র করব ন
এছাড়াও পড়ুন:
ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট, চিৎকার করায় গুলি
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথমে ককটেল বিস্ফোরণ ও গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারস্থ প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জনতা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে।
মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে ৫-৭ জনের ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে সবাইকে জিম্মী করে স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় পাশের দোকানের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। তখন তাকে গুলি করে ডাকাতরা।
প্রীত জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বলেন, ‘ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। ডাকাতরা ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘মিয়াবাজার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।’