আ.লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে মশাল মছিল
Published: 8th, February 2025 GMT
আওয়ামী লীগ নিষিদ্ধ ও সন্ত্রাসীদরে বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বরিশাল নগরীতে মশাল মিছিল হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে মিছিলটি বের হয়। সেটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে গিয়ে শষে হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনী ও তাদের দোসররা এখনো সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে চলছে। পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবিলম্বে ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।
আরো পড়ুন:
গুঁড়িয়ে দেওয়া আ.
শাহজাদপুরে আ.লীগ কার্যালয় গুড়িয়ে দিয়েছে জনতা
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেদ ও সদস্য সচিব মো. শাহাদাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/পলাশ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
মুক্তাগাছায় ট্রাকচাপায় এএসআই নিহত
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
নিহত এএসআইয়ের নাম মো. রুস্তম আলী (৪২)। তিনি মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন৷ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্চ গ্রামের রমজান আলী ছেলে। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকালে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেল নিয়ে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম। পথে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের সত্রাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রাম ভর্তি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আহত পুলিশের এএসআই রুস্তম মারা গেছেন। তাঁকে চাপা দেওয়া ট্রাকটি শনাক্ত করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর আজ রোববার তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।