যুদ্ধবিরতির শর্ত মেনে পঞ্চম দফায় শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। অন্যদিকে কারাগারে থাকা হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মধ্য থেকে ১৮৩ জনকে মুক্ত করেছে ইসরায়েল। মুক্তি পাওয়া তিন ইসরায়েলি হলেন এলি শারাবি (৫২), অর লেভি (৩৪) ও ওহাদ বেন আমি (৫৬)। 

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী বাসটি রামাল্লায় পৌঁছলে সেখানে আনন্দের বন্যা বয়ে যায়। হাজার হাজার ফিলিস্তিনি তাদের স্বাগত জানান। অনেক দিন পর স্বজনকে কাছে পেয়ে পরিবারের সদস্যদের চোখে ছিল আনন্দাশ্রু। 

আলজাজিরা জানায়, গাজার মধ্যাঞ্চলের দেইর-এল বালাহ থেকে তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সদস্যরা স্বজনের কাছে বন্দিদের হস্তান্তর করেন। এ সময় হামাসের কয়েক ডজন মুখোশধারী যোদ্ধাকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তিন বন্দির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে। তাদের সঙ্গে হামাস যে আচরণ করেছে, তা ‘মানবতাবিরোধী অপরাধের’ শামিল।   

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র চুক্তিতে সই করেছে। চুক্তি মোতাবেক ইসরায়েল ৬৬০ মিলিয়ন ডলারের হেলফায়ার ক্ষেপণাস্ত্রও পাবে। এ পরিস্থিতিতে তেহরানে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় হামাস নেতা খলিল আল-হাইয়াকেও দেখা যায়।  

যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জেনিনে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। পশ্চিম তীরের তুলকারেম ও তুবাসে ইসরায়েলি হামলা-সহিংসতা অব্যাহত রয়েছে। 
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত বেড়ে ৬২ হাজার ছাড়িয়ে গেছে। ৪৮ হাজার ১৮১ জনের লাশ মিললেও বাকিরা ভবনের নিচে চাপা অবস্থায় নিখোঁজ আছেন। আহত ১ লাখ ১১ হাজার ৬৩৮ জন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল

এছাড়াও পড়ুন:

প্রসেনজিৎ-জিৎ একসঙ্গে, বাংলাদেশি দর্শকেরাও আগ্রহী সিরিজটি নিয়ে

গত সপ্তাহেই চলতি বছরের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। বেশ কয়েকটি প্রকল্পের টিজারও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আছে নীরজ পান্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারও, যা মুক্তির পর থেকেই আছে আলোচনায়। আজ বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগে ট্রেন্ডিংয়ে দুইয়ে আছে সিরিজটির টিজার।

মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চক্রবর্তী ও জিৎকে। এ দুই তারকার অনেক ভক্ত আছেন বাংলাদেশেও। সে কারণেই হয়তো সিরিজটি নিয়ে তাঁরা এত আগ্রহ দেখিয়েছেন।

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ