চার দিনের ঢাকা সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার
Published: 8th, February 2025 GMT
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ শনিবার তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।
চার দিনের সফরকালে মার্টিন রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, জ্বালানিবিষয়ক উপদেষ্টা এম ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তাঁর সঙ্গে আরও রয়েছেন বিশ্বব্যাংকের সমৃদ্ধিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নের অংশীদার বিশ্বব্যাংক। বাংলাদেশকে এ পর্যন্ত ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৌদি ও আরব আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন। সফরকালে তিনি রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সফরকালে তিনি এয়ার স্টাফ টক অ্যান্ড এক্সচেঞ্জিং ট্রেইনিং অ্যান্ড এক্সসারসাইজ ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও তিনি মতবিনিময় করবেন।
আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
সফর শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি বিমান বাহিনী প্রধান দেশে ফিরবেন বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিএইচ