শেখ হাসিনাও নির্বাচন দিতে চাইতেন না, আপনারাও তো চাচ্ছেন না: হাবিব–উন–নবী খান
Published: 8th, February 2025 GMT
‘রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটা অন্যায় হতে পারে না। শেখ হাসিনাও যেমন নির্বাচন দিতে চাইতেন না, ভুয়া নির্বাচন দিতেন, আপনারাও তো নির্বাচন দিতে চাচ্ছেন না। পার্থক্য তো মাঝেমধ্যে আমরা খুঁজে পাচ্ছি না।’
আজ শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল এ কথা বলেন।
১০ বছর পর মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ বিকেলে উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারাসহ স্থানীয় নেতারা বিকেল পাঁচটা পর্যন্ত বক্তব্য দেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান। সম্মেলনে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
হাবিব–উন–নবী খান বলেন, ‘আমরা কেন ভোট চাই, আমরা কেন নির্বাচন চাই। আরে আমরা তো রাজনৈতিক দল, একজন কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য চাবেন, একজন ব্যবসায়ী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা চাবেন, নারীরা তাঁদের অধিকার সমন্বিত থাকুক, সেটাই চাবেন আর একজন রাজনৈতিক ব্যক্তি কী চাইবেন, জনগণের জন্য যাতে কাজ করার সুযোগ পাই এবং একটি পরিচ্ছন্ন ও নিরপেক্ষ নির্বাচন যেন হয়। রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটা অন্যায় হতে পারে না।’
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে হাবিব–উন–নবী খান বলেন, ‘ওনারা ভাবছেন, ক্ষমতায় যাওয়ার মনে হয় একটা সুযোগ এসেছে। ওনাদের বলি, ভুল জীবনে বহু করেছেন। ১৯৭১–এর ভুলের কথা না–ই বললাম, ১৯৮৬ সালেও আপনারা হাসিনা-এরশাদের সঙ্গে পাতানো নির্বাচনে গিয়েছিলেন। সেটা একটা ভুল। এরপর আওয়ামী লীগ ২৩টি বছর, বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে বিরোধী দলে, কোনো দিন স্বপ্নে ভাবে নাই, আবার ক্ষমতায় আসতে পারবে, আপনারাই সেই আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বারবার এই ভুলের খেসারত কে বেশি দিয়েছে, আপনারাই বেশি দিয়েছেন। আপনাদের বড় বড় নেতারা জীবন দিয়ে গেছেন, আপনাদের ভুলের খেসারতে, আবার সেই একই ভুলে ঘুরছেন। মনে রাখবেন, বিএনপির সঙ্গে থাকলে ১৭-১৮টি সিট আছে, বিএনপির সঙ্গে না থাকলে কিন্তু আপনারা ৩টা সিট পান। সুতরাং অনুরোধ করছি, আর কোনো ভুল পথে হাঁটবেন না, সোজা পথে হাঁটুন।’
হাবিব–উন–নবী খান বলেন, ‘সবার উদ্দেশে একটি কথা বলতে চাই, কেউ বিএনপিকে দুর্বল ভাববেন না। বিএনপি কিন্তু দুর্বল নয়। বিগত ১৬টি বছর আধিপত্যবাদীর গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, বিজিবি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সবগুলোকে মোকাবিলা করে, শত শত শহীদ জীবন দিয়ে, জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় বিএনপি দাঁড়িয়ে আছে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে। সুতরাং আপনারা বিএনপিকে নিয়ে এটা-ওটা ভাববেন না। তাঁদের বলছি, হাত দিয়ে কিন্তু পাহাড় ঠেলবার চেষ্টা করবেন না। আমাদের ভদ্রতা-উদারতাকে দুর্বলতা ভাববেন না। আসুন, সবাই মিলে একসঙ্গে থাকি এবং গণতন্ত্র ফিরিয়ে আনি।’
সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.
দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার আগে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কারও নাম ঘোষণা করা হয়নি। ওই পদের জন্য ভোট হচ্ছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ক ব এনপ র দ র বল আপন র
এছাড়াও পড়ুন:
হিন্দু ব্যক্তির আইডি হ্যাক: ফোন জমা থানায়, তবু ইসলামবিরোধী পোস্ট
ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় উস্কানিমূলক পোস্টের জেরে ছয় মাস আগে অ্যান্ড্রয়েড মোবাইল থানায় জমা দিয়েছেন মিঠুন বিশ্বাস (৪০) নামের এক হিন্দু কাঠমিস্ত্রি। তারপর থেকে সাধারণ ফোন ব্যবহার করছেন তিনি। তবুও বর্তমানে তার ফেসবুক আইডি থেকে দেওয়া হচ্ছে ইসলামবিরোধী নানা উস্কানিমূলক পোস্ট। যা নিয়ে বিপাকে পড়েছেন ঐ কাঠমিস্ত্রি।
এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল এলাকায়। বুধবার (৯ এপ্রিল) দুপুরে গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা জানান ঐ ব্যক্তি।
ভুক্তভোগী মিঠুন বিশ্বাস বলেন, “আমি পেশায় একজন কাঠমিস্ত্রি। শখের বশে প্রায় এক বছর আগে একটি এন্ড্রয়েড মোবাইল কিনে একজনকে দিয়ে একটি ফেসবুক একাউন্ট খুলি। কিছুদিন পর আইডিটা হ্যাক করে কে বা কারা আমার আইডি থেকে ইসলামবিরোধী উস্কানিমূলক পোস্ট করতে থাকে। তখন ইউএনও, ওসি সাহেব এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ জানালে তারা থানায় সাধারণ ডায়েরি করতে বলে। পরে গত ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া থানায় জিডি করি। এছাড়া ওয়ার্ডের সাবেক মেম্বারের কথায় মোবাইলটি থানায় জমা দিয়ে আসি। এরপর থেকে সাধারণ মোবাইল ব্যবহার করে আসছি।”
তিনি আরও বলেন, “তারপর থেকে কয়েকমাস বিরত থাকার পর হটাৎ ঈদের তিন দিন পর থেকে আমার নামের সেই ফেসবুক একাউন্ট থেকে ইসলামধর্ম নিয়ে উস্কানিমূলক পোস্ট করতে থাকে। যা নিয়ে এলাকায় ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়। পরে আবার থানায় সাধারণ ডায়েরি করি। আমি একজন অতি সাধারণ মানুষ কিন্তু আমাকে ফাঁসাতে যারা এই কাজ করছে আমি তাদের বিচার চাই। এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এ বিষয়ে তারাইল এলাকার সাবেক ইউপি সদস্য মিজান শিকদার বলেন, “হিন্দু ছেলেটি সামান্য পড়াশোনা জানে, আর কাঠমিস্ত্রির কাজ করে। আগের ঝামেলার পর আমার পরামর্শে তার এন্ড্রয়েড ফোনটি থানায় জমা দেয়। কিন্তু তারপরেও নিরীহ ছেলেটিকে ফাঁসাতে কে বা কারা যেন ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছে। এর আগেও ইউএনও, ওসি সহ এলাকার ইসলামধর্মের মুরব্বিদের নিয়ে বসার পর সে নির্দোষ প্রমাণিত হয়। ধর্ম নিয়ে উস্কানিমূলক
পোস্ট যে দিচ্ছে আইনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, “মিঠুন বিশ্বাস নামের কাঠমিস্ত্রির অ্যান্ড্রয়েড মোবাইলটি কয়েকমাস ধরে থানায় জব্দ রয়েছে। কিন্তু তারপরও তার নামের আইডি থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করছে কেউ। এ ঘটনায় তিনি দুইবার সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টির তদন্ত চলমান রয়েছে।”
ঢাকা/বাদল/এস