নাটোর বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে একটি ‘বিলুপ্তপ্রায়’ নীলগাই উদ্ধার হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধারের পর নীলগাইটিকে নিজেদের হেফাজতে নিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। তাদের ধারণা, দলছুট হয়ে প্রাণীটি লোকালয়ে চলে এসেছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে দয়ারামপুর এলাকায় নীলগাইটি দেখে পিছু নেয় নানা বয়সী মানুষ। দেখতে গরুর মতো ওই প্রাণীটিকে ধরার চেষ্টা করেন একদল যুবক। তাদের চেষ্টা ব্যর্থ করে এদিক-ওদিক ছুটতে থাকে প্রাণীটি। একপর্যায়ে শেখপাড়া এলাকার একটি স্থানে চারদিক ঘিরে নীলগাইটি আটক করতে সক্ষম হন তারা। খবর পেয়ে পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগ নীলগাইটি উদ্ধার করে।

আরো পড়ুন:

ঢাকা থেকে নিখোঁজ কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার 

নদীতে নিখোঁজ ৩ স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) দুলাল জানান, খবর পেয়ে তারা নীলগাইটিকে তাদের হেফাজতে নেন। পরে তারা প্রাণীটিকে প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করেন।

উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.

আবু হায়দার বলেন, “এটি বিলুপ্তপ্রায় নীলগাই। সম্ভবত দলছুট হয়ে চলে এসেছে। নীলগাইটি দেখতে দিনব্যাপী ভিড় করছেন হাজারো উৎসুক জনতা।”

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “এই অঞ্চলে এবারই প্রথম নীলগাই উদ্ধার হলো।” প্রাণীটিকে যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর করায় এলাকাবাসী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাগাতিপাড়া উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, “নীলগাইটিকে যথাযথ কর্তৃপক্ষর কাছে পাঠাতে যোগাযোগ করা হচ্ছে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজধানীতে বৃষ্টিতে স্বস্তি, বৃহস্পতিবার থেকে ফের তাপপ্রবাহ

চৈত্রের শুরুতে গরম বেড়েছে রাজধানীসহ সারাদেশে। রোববার থেকে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে চলছে মৃদু তাপপ্রবাহ। এতে কষ্ট বেড়েছে রোজাদারের। আজ সোমবার ঢাকায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশিমক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মৃদু তাপপ্রবাহের অস্বস্তির পর স্বস্তির বৃষ্টির দেখা পায় রাজধানী ঢাকা। আজ বিকেল ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। সামান্য ভোগান্তি হলেও তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তি অনুভব করেন রাজধানীবাসী। আগামী বৃহস্পতিবার থেকে আবারও দেশের কিছু এলাকায় শুরু হতে পারে তাপপ্রবাহ।

আজ দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যে গুমোট পরিবেশ ও বাতাস শুরু হয়। পরে নামে বৃষ্টি। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে বিভিন্ন সড়ক ভিজে যায় এবং ঠান্ডা আবহ তৈরি হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রোববার দেশে এ বছরের প্রথম তাপপ্রবাহ শুরু হয়। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও রাঙামাটির ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কুষ্টিয়ায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, কয়েক দিন হালকা বৃষ্টি হবে। এতে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে। এর পর ২০ মার্চ মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ শুরু হতে পারে। গত বছরের তুলনায় এবার এ সময় তাপমাত্রা কম। সচরাচর এপ্রিলেই সর্বাধিক তাপমাত্রা থাকে। গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে তাপমাত্রা কম থাকবে বলে আশা করা যাচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ