কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিছানায় ঘুম পাড়িয়ে এক মাস সাত দিন বয়সী ছেলেশিশুকে রেখে শৌচাগারে যান মা। কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন, ঘরের ভেতর বিছানায় নেই তাঁর কোলের শিশুসন্তান। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটির বাবার নাম বাবুল হোসেন মণ্ডল। তিনি পেশায় কৃষক। তাঁর পরিবারে ছয় বছর বয়সী অপর এক ছেলেসন্তান আছে। শনিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাবুল হোসেন জুমার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় ছয় বছর বয়সী ছেলেসন্তানটিও বাড়ির বাইরে ছিল। বাড়িতে শিশুটির মা সোনিয়া খাতুন ছিলেন। শিশুটিকে শোবার ঘরে বিছানায় ঘুম পাড়িয়ে পাশে শৌচাগারে যান তিনি। কয়েক মিনিট পর শৌচাগার থেকে ফিরে এসে দেখেন, বিছানায় শিশুসন্তানটি নেই। এ সময় সোনিয়া খাতুন চিৎকার দিলে প্রতিবেশীরা এসে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন।

এ ঘটনায় নিখোঁজ শিশুটির বাবা বাবুল হোসেন মণ্ডল বিকেলে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ শনিবার বাবুল হোসেন বলেন, ‘নিখোঁজের এক দিন পার হলেও এখনো তাঁর ছেলের কোনো হদিস পায়নি পুলিশ। সে কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ চুরি করে নিয়ে গেছে, তা–ও বুঝতে পাচ্ছি না।’

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা মিয়া প্রথম আলোকে বলেন, পরিবারটির সঙ্গে আশপাশের কারও বিরোধ নেই বলে জেনেছেন। কিন্তু কেন শিশুটি নিখোঁজ বা পাওয়া যাচ্ছে না, সেটা ধারণা করতে পারছেন না। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চাকরি ফিরে পাচ্ছেন ‘চাকরিচ্যুত’ পুলিশ সদস্যরা

গেল সরকারের আমলে নানা কারণে চাকরিচ্যুত ১ হাজার ৫২২ পুলিশ সদস্য চাকরি ফিরে পাচ্ছেন। চাকরি ফিরে পাওয়াদের মধ্যে রয়েছেন রয়েছেন কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। 

আজ শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ