কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় করতে যাবেন পর্বতারোহী শাকিল
Published: 8th, February 2025 GMT
প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশরক্ষায় টেকসই সমাধান প্রচারের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ইয়ুথ অ্যাডভোকেট হলেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান, যিনি শাকিল নামেই বেশি পরিচিত। ইউএনডিপি ও কোকা-কোলা ফাউন্ডেশনের যৌথপ্রকল্প ‘টিসিসিএফ প্লাস্টিক সার্কুলারিটি’র আওতায় এই প্রচারণায় অংশ নিলেন তিনি।
ইকরামুল হাসান কক্সবাজার সমুদ্রসৈকত থেকে পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় আরোহণের পরিকল্পনা করছেন। এভারেস্টচূড়ায় আরোহণের এ অভিযানে পথে যেতে যেতে পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দেবেন। এর মধ্যে থাকবে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং কার্বন নিঃসরণ কমানোর কথা। ৯০ দিনের এই অভিযানে তিনি বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালের এভারেস্ট বেজক্যাম্প পৌঁছাতে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেবেন। রোমাঞ্চকর অভিযানটি সম্পন্ন হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানিও আছে তাঁর সামনে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে পর্বতারোহী ইকরামুল হাসান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিলেটে জুতা লুটে নেতৃত্ব দেওয়া তরুণ গ্রেপ্তার: পুলিশ
সিলেট নগরের দরগাগেট এলাকায় বাটার শোরুমে লুটপাটের ঘটনায় ইশতিয়াক নূর চৌধুরী নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি প্রথম সেখানে লুটপাটে নেতৃত্ব দেন।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সিলেট মহানগরের বিমানবন্দর এলাকা থেকে ইশতিয়াককে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবকের বাবা মনিরুজ্জামান চৌধুরী নগরের সুবিদবাজার এলাকার আওয়ামী লীগের নেতা বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তিনি কী পদে আছেন, তা পুলিশ জানাতে পারেনি।
আরও পড়ুনসিলেটে হামলা-লুট: এবার ৯০০ জনকে আসামি করে বাটা কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার আরও ২১০ এপ্রিল ২০২৫গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত সোমবার সিলেটে বিক্ষোভ মিছিল বের হয়। এসব মিছিল থেকে নগরের ১৩টি দোকান, রেস্তোরাঁ, সুপারশপ ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানো হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে লুটপাটও চালানো হয়। ওই দিন বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এসব হামলা ও লুটপাট চলে। ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরে নগরের বিভিন্ন এলাকার আরও কিছু প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে লুটপাট চালানোর অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রয়্যাল মার্ক হোটেল, ডমিনোজ পিৎজা ও বাটা কর্তৃপক্ষ পৃথকভাবে মহানগরের কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা করেছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ৭৪০ জনকে আসামি করা হয়। এরই মধ্যে অভিযুক্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনসিলেটে ফুটেজ দেখে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাকারীদের খুঁজছে পুলিশ, গ্রেপ্তার ১৮০৮ এপ্রিল ২০২৫এদিকে পুলিশ জানিয়েছে, ওই দিন বাটার শোরুমে অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত, তখন ইশতিয়াক জুতা লুটপাট শুরু করেন। তাঁর ব্যাগে ভরে জুতা লুটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, ইশতিয়াকই প্রথম জুতা লুট শুরু করেন। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে তাঁকে শনাক্ত করা হয়। পরে আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
আরও পড়ুনফেসবুকে জুতা বিক্রির পোস্ট, সিলেটে যুবক আটক০৮ এপ্রিল ২০২৫