বয়স দুই বছর হলো উনাইসার। এখনো মুখ ফুটে বলতে পারে না কিছু। তাতে কী! কথা থেমে নেই। বস্না-বস্না, লিল-লিল, চিং-চিং এরকম নিজস্ব কিছু ভাষায় সারাক্ষণ পটপট করেই চলেছে। সাথে এটা চাই, ওটা চাই।
আকার, ইঙ্গিতে আরো কী কী যে চায় ও-ই জানে। একটু আগেই দাদার কাছে কিছু একটার বায়না করে বসলো। দাদার মুখের দিকে হাত দেখিয়ে বস্না-বস্না বলছে আর কাঁদছে। দাদা অনেকক্ষণ চেষ্টা করেও বুঝতে পারেনি উনাইসা কী চাইছে। শেষে ছেলেকে ডেকে বলনে, ‘দেখতো বাবা তোর মেয়ে কী চাইছে?’
ছেলে বলে, ‘বুঝতে পারছো না বাবা! ও চাইছে তোমার মাথায় নীল টুপিটা।’
সাথে সাথে টুপিটা খুলে উনাইসার দিকে বাড়িয়ে ধরলেন দাদা। দেখে উনাইসা মাথা নাড়ে, টুপি চাই না ওর। কান্না চলছে। আগের মতোই দাদার মুখের দিকে হাত উঠিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করছে। সেই কিছুটা কী বুঝতে পারছে না দাদা। ভারি মুশকিলে পড়ে গেলেন তিনি। কী করবে ভাবতে ভাবতে উনাইসার মাকে ডেকে বললেন, ‘দেখো তো বৌমা উনাইসা কী চাইছে?’
উনাইসার মা বলে, ‘আপনি পান খাচ্ছেন দেখে উনাইসাও বোধহয় পান খেতে চাইছে বাবা।’
‘হতে পারে হতে পারে!’ এই বলে দাদা একটুখানি চাবানো পান মুখ থেকে বের করে উনাইসার সামনে ধরে। বুঝতে চেষ্টা করে আসলেই ও পান খেতে চাইছে কি না। কিন্তু না! পান দেখে উল্টো তিড়িং করে নেচে উঠলো। সাথে চিল্লাপাল্লা। পান চাই না ওর। ফের হাত দেখায় দাদার মুখের দিকে।
‘এ দেখি মহা মুশকিলে পড়ে গেলাম! উনাইসার দাদি কোথায়, কি গো কোথায় তুমি? এইদিকে আসো তো দেখি।’ রাগে কটমট হয়ে ডাকে উনাইসার দাদা।
তড়িঘড়ি এসে হাজির উনাইসার দাদি, ‘কী, হয়েছে কী শুনি?’
‘দেখো তোমার নাতনি কী বায়না করছে বুঝতে পারো কি না? ওর বাবাও চেষ্টা করলো, মাও চেষ্টা করে ফেইল।’
তখনও দাদার মুখের দিকে আঙুল তাক করে কাঁদছে উনাইসা। দেখে উনাইসার দাদি হাসে। একেবারে হাহা-হিহি করে হাসে।
দাদা বলেন, ‘আমার নাতনি সেই কখন থেকে কান্না করছে আর তুমি হাসছো!’
‘হাসবো না আবার! হাসবার মতোই বায়না করে বসে আছে তোমার নাতনি।’
‘সে কী! কী বায়না করছে শুনি!’
‘ও তোমার গোঁফ চাইছে। দেখছো না কেমন ফ্যাল ফ্যাল করে তোমার গোঁফের দিকে তাকিয়ে আছে।’
‘তাই বলো! এতোক্ষণ ধরে এই সহজ ব্যাপারটা আমরা কেউ বুঝতে পারছিলাম না।’ এই বলে উনাইসার দাদা গোঁফের ওপর তা দেয়। গোঁফ দেখিয়ে উনাইসাকে ইশারায় কাছে ডাকে। উনাইসা এবার পর পর তিনটা লাফ দিয়ে উঠে। না না না! গোঁফও চাই না ওর। ওদিকে গোঁফের ওপর আঙুল তাক করে আছে ঠিকই। উনাইসার এমন হুলুস্থুল কাণ্ড দেখে মহাচিন্তায় পড়ে গেলো বাড়ির সবাই। মেয়েকে তো কিছুতেই বশে আনা যাচ্ছে না। ও কী চাইছে তাও বুঝতে পারছে না কেউ। এখন উপায়! ভেবে ভেবে ক্লান্ত সবাই। এদিকে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উনাইসা ঘুমিয়ে পড়ে।
যাক! এ যাত্রায় সবাই হাঁপ ছেড়ে বাঁচলো। ‘কিন্তু ঘুম থেকে উঠে ফের যদি একই বায়না করে তখন কী হবে?’ উনাইসার দাদা বললেন।
উনাইসার বাবা বলে, ‘তখন একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বাবা, ভাগ্যিস ও তোমার গোঁফ চেয়ে বসেনি, যদি তাই চাইতো তাহলে আর রক্ষে ছিলো না?’
‘তা একদম ঠিক বলেছিস, যতোক্ষণ না এই গোঁফ ও হাতে পাচ্ছে টানতেই থাকতো টানতেই থাকতো হো হো হো।’
দাদার অট্টহাসিতে ভেঙে গেলো উনাইসার ঘুম। ব্যাস! দাদাকে দেখেই আঙুল উঠে গেলো দাদার মুখের দিকে। আর ব্লা ব্লা বলে কাঁদতেও শুরু করে দিলো। দাদি ওরে কোলে নিয়ে বললেন, ‘কাঁদে না। তুমি তো লক্ষ্মী মেয়ে একটা। এরকম লক্ষ্মী মেয়েরা কাঁদে বুঝি! আমাকে বলো কি চাই তোমার! আমি এক্ষুণি এনে দেবো।’
উনাইসা দাদির কথা কিছু বুঝলো কি বুঝলো না বোঝা গেলো না। এবার সে দাদার গোঁফের দিকে তাক করা আঙুলখানা নিজের ঠোঁটের ওপর রাখলো। দেখে দাদি হাসতে হাসতে বললো, ‘তাইতো বলি বাচ্চাটা আমাদের এতো কাঁদছে কেন! তুমিও বুঝলে না উনাইসার দাদা! উনাইসার চাই পাপ্পি। দেখছো না সেই কখন থেকে ও তোমার ঠোঁটের দিকে আঙুল তুলে আছে। নাও, নাতনিকে কাছে ডেকে নিয়ে আদর করে দাও। এত্তগুলা পাপ্পি দিয়ে দাও।’
দাদা নিজের ঠোঁটের ওপর আঙুল ধরে ইশারায় উনাইসাকে ডাকে। উনাইসা এবার দৌড়ে দাদার কাছে আসে। নাতনিকে জড়িয়ে ধরে পাপ্পি দেবে এমন সময় উনাইসা দেখে ওর মা ঠোঁটে লিপজেল মাখছে। দেখে দৌড়ে মায়ের কাছে চলে আসে। ছোবল দিয়ে মায়ের হাত থেকে লিপজেলটা নিয়ে এবার সে হাসে হিহি হিহি।
এতোক্ষণে বুঝতে পারলো উনাইসার দাদা। শীতে ঠোঁটের সুরক্ষায় তিনি নিজেও লিপজেল মাখেন। তখন লিপজেল মাখছেন সেটা উনাইসা দেখেছিলো। তারপর থেকেই না ওর বায়না শুরু, লিপজেলের বায়না। আর তারা কতো কিই না ভেবে আসছে টুপি, পান, গোঁফ, পাপ্পি.
উৎস: Samakal
কীওয়ার্ড: র ওপর
এছাড়াও পড়ুন:
জলবায়ু ন্যায়বিচারের মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে সমাবেশ
জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে সমাবেশ করেছেন অসংখ্য তরুণ-তরুণী।
শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে অ্যাকশনএইড বাংলাদেশের যুব প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্টা বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সমাবেশে বিশ্বনেতাদের প্রতি এ আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে র্যালি করা হয়। র্যালিটি খামারবাড়ি থেকে আড়ং মোড় ঘুরে জাতীয় সংসদের সামনে দিয়ে আবার খামারবাড়ির সামনে এসে শেষ হয়।
শান্তিপূর্ণ সমাবেশে তরুণ জলবায়ুকর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, চিত্রকর্ম, গান, নাটক এবং পোস্টার প্রদর্শনের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের দাবি জানান। ‘ডোন্ট সেল আওয়ার ফিউচার’, ‘ফিক্স দ্য ফাইন্যান্স’, ‘নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করো, ‘ক্ষতিকারক কৃষিচর্চায় বিনিয়োগ বন্ধ করো’, ‘ক্লাইমেট জাস্টিস নাউ’ এবং ‘জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চায় বিনিয়োগ করুন’ ইত্যাদি লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সমাবেশে যোগ দেন জলবায়ু আন্দোলনকারীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস’, ‘ব্যাংক তুমি ভালো হয়ে যাও, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে দাও’, ‘জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ, ডেকে আনছে আমাদের দুর্যোগ’, ‘বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার’, ‘নিড সলিউশন, নট পলিউশন’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশ থেকে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে জলবায়ুর জন্য ক্ষতিকর ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে ফিলিস্তিনে চলমান অমানবিক যুদ্ধের প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।
সমাবেশে জলবায়ু যোদ্ধারা বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে। তারা নব্য ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে এ পৃথিবীকে ধ্বংস করছে। পুঁজিবাদী মানসিকতা নিয়ে সর্বোচ্চ গ্রিনহাউজ গ্যাস নির্গমণকারীরা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। এটি পৃথিবীতে বাস্তুতন্ত্র এবং জলবায়ুকে মারাত্মকভাবে ধ্বংস করছে। ফলে, বিরূপ প্রভাব পড়ছে দক্ষিণের দেশগুলোর তরুণ, কৃষক, নারী এবং প্রান্তিক সম্প্রদায়গুলোতে। এটি অনুন্নত দেশগুলোর সবচেয়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে তাদের পরিবেশগত ঋণ বহু গুণ বাড়িয়ে তুলছে। এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান এসেছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে।
জলবায়ু সংকট নিরসন, এ বিষয়ে ন্যায়বিচার দাবি ও জনগণকে সচেতন করতে অ্যাকশনএইড বাংলাদেশ ও অ্যাক্টিভিস্টা বাংলাদেশসহ ১৮ জেলার ৩৩টি যুব সংগঠনের ৩ হাজারের অধিক জলবায়ুকর্মী এই স্ট্রাইকে অংশ নেন। একই সময়ে সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, কুড়িগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম, সুনামগঞ্জ, সিলেট, কুষ্টিয়া, খুলনা, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, টেকনাফ, বান্দরবান, বরগুনা ও নারায়ণগঞ্জসহ লোকাল রাইটস প্রোগ্রাম (এলআরপি) এবং বেশকিছু লোকাল ইয়ুথ হাবের তরুণ স্বেচ্ছাসেবকরাও গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে সংহতি প্রকাশ করেন।
এ সময় ফিলিস্তিনে চলমান অমানবিক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যুদ্ধে অসংখ্য শিশু, নারী ও বৃদ্ধের মৃত্যুতে গভীর সহানুভূতি ও শোক প্রকাশ করা হয়।
ঢাকা/হাসান/রফিক