সদর উপজেলার ফতুল্লার ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার শেহাচরস্থ তক্কার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যালিক্স  প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ লুৎফুন জনীন মিমি।

সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, শিক্ষার্থীদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মতিনুল ইসলাম মতিনের শুভেচ্ছা বক্তব্যে এলাকার সকল মুরুব্বি, যুবসম্প্রদায় ও সামাজিক ব্যাক্তিত্বদের ধন্যবাদ জানান।

তিনি বলেন আপনারা আমার এবং আমাদের স্কুলের অনুপ্রেরণা। আজকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকল সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ।  আরো বক্তব্য রাখেন এই এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজসেবক রুহুল আমিন সিকদার, শিক্ষানুরাগী সমাজসেবক মো.

সেলিম মুন্সি,  আবুল বাশার। 

উপাধ্যক্ষ  উম্মে খালেদা লিপির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ব্রাইট স্কুলের পরিচালক মাহবুবর রহমান রানা, বিশিষ্ট সমাজসেবক অলিউল্লা খোকন, নজরুল ইসলাম, মজিবুর রহমান, রওশন আক্তার ও নজরুল ইসলাম নজা প্রমূখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

মুক্তাগাছায় ট্রাকচাপায় এএসআই নিহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

নিহত এএসআইয়ের নাম মো. রুস্তম আলী (৪২)। তিনি মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন৷ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্চ গ্রামের রমজান আলী ছেলে। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকালে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেল নিয়ে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম। পথে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের সত্রাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রাম ভর্তি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আহত পুলিশের এএসআই রুস্তম মারা গেছেন। তাঁকে চাপা দেওয়া ট্রাকটি শনাক্ত করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর আজ রোববার তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ