ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের শিক্ষার্থীরা তাদের কোর্সের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয় পরিদর্শন করেছেন।

সাংবাদিকদের দৈনন্দিন কার্যক্রম, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং প্রচার ও প্রকাশনার খুটিনাটি হাতেকলমে জানার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স  বিভাগের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সমকালের ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম, উপসম্পাদক শাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, সহযোগী সম্পাদক জাকির হোসেন, প্রধান প্রতিবেদক মশিউর রহমান খান ও সহকারী সম্পাদক এহ্‌সান মাহমুদ। তারা সমকাল প্রকাশের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

পরে শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান সমকাল অনলাইনের ইনচার্জ গৌতম মণ্ডল। প্রিন্ট সংস্করণের পাশাপাশি সমকাল অনলাইন সংস্করণের কার্যক্রম সম্পর্কে তিনি  শিক্ষার্থীদের ধারণা দেন। বিভাগের খণ্ডকালীন শিক্ষক মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল) এ সময় উপস্থিত ছিলেন। ৪০ জনের বেশি শিক্ষার্থী এদিন সমকাল কার্যালয় পরিদর্শন করেন। 

এর আগে সকালে শিক্ষার্থীরা চ্যানেল ২৪ কার্যালয় ঘুরে দেখেন এবং টেলিভিশন সাংবাদিকতা ও টেলিভিশন সম্প্রচারের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা নেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমক ল সমক ল

এছাড়াও পড়ুন:

হজমের সুবিধার্থে রাতে খাওয়ার পর এই ১০ অভ্যাস করুন

কিছুক্ষণ হাঁটুন

রাতের খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটলে হজমের সুবিধা হয়। এতে পেটফাঁপা দূর হয়, রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল থাকে। হাঁটাচলা করলে পরিপাকতন্ত্র আরও বেশি সক্রিয় হয় ও বিপাকক্রিয়ার উন্নতি ঘটে।

হালকা গরম পানি খান

রাতে খাওয়ার পর এক গ্লাস হালকা গরম পানি খেলে হজমে সুবিধা হয়, দূর হয় শরীরের চর্বি, শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, পেটফাঁপা ও কোষ্ঠকাঠিন্য থাকে না। সব মিলিয়ে আপনার পরিপাকতন্ত্র ভালোভাবে কাজ করে।

আরও পড়ুনরাতের যেসব অভ্যাসে দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা০৬ জানুয়ারি ২০২৫সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না

খাওয়া শেষ করেই শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্স (পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে প্রবাহিত হলে এমনটা হয়। এতে গলায় জ্বালাপোড়া হয়, কখনো কখনো গলায় অম্ল স্বাদের তরলও তৈরি হয়) ও বদহজম হয়। খাওয়ার পর আধা ঘণ্টা সোজা হয়ে বসে থাকলে পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে খাবার সহজে চলাচল করতে পারে। এতে পেটফাঁপা, পেটে অস্বস্তিবোধ ও বদহজম দূর হয়।

গভীর শ্বাসপ্রশ্বাসের চর্চা করুন

খাওয়ার পর ডিপ ব্রিদিং বা গভীর শ্বাসপ্রশ্বাসের চর্চা করলে অবসাদ দূর হয়। শরীরে অক্সিজেনে চলাচলের সুবিধা হয়। ডিপ ব্রিদিং পরিপাকতন্ত্রকে শিথিল রাখে।

মৌরি অথবা জোয়ান চাবান

মৌরি ও জোয়ান হজমে সহায়ক, পেটের গ্যাস কমায়, পেটফাঁপা এবং অ্যাসিডিটি দূর করে, হজমে সহায়তাকারী পাচক রসের নিঃসরণকে ত্বরান্বিত করে।

হালকা স্ট্রেচিং করুন

হালকে স্ট্রেচিং করলে পেটফাঁপা দূর হয়, রক্ত সঞ্চালন বাড়ে ও পাকস্থলীতে অতিরিক্ত কোনো চাপ পড়ে না। এতে খাবার আরও ভালোভাবে হজম হয়।

আরও পড়ুনরাতের খাবার ঠিক কোন সময় খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর০৮ ফেব্রুয়ারি ২০২৫প্রোবায়োটিক খাবার খান

টকদই, বাটারমিল্ক ও বিভিন্ন ফার্মেন্টেড খাবার খেলে পেটে উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করে। এসব খাবার হজমপ্রক্রিয়ার উন্নতি ঘটায়, পুষ্টি উপাদানগুলোর শোষণে সহায়তা করে, পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে, কোষ্ঠকাঠিন্য ও পেটফাঁপা দূর করে।

ভেষজ চা খান

বিভিন্ন ধরনের ভেষজ চা, যেমন জিনজার টি, পিপারমিন্ট টি, ক্যামোমাইল টি ইত্যাদি পেট ঠান্ডা করে, পেটফাঁপা ও পেটের গন্ডগোল দূর করে। এতে হজম সহজ হয়, কর্মক্ষমতা বাড়ে।

সোজা হয়ে বসুন

সোজা হয়ে বসে খাবার খেলে ও খাওয়ার পরও আধা ঘণ্টা সোজা হয়ে বসে থাকলে অ্যাসিড রিফ্লাক্স হবে না, পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে সহজেই খাদ্য চলাচল করতে পারবে, পেটফাঁপা ও পেটের অস্বস্তি দূর হবে।

স্ন্যাকস খাবেন না

রাতে মিষ্টি ও চর্বি–জাতীয় স্ন্যাকস খেলে পরিপাকতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে, বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, বদহজম ও পেট ফাঁপার আশঙ্কা থাকে। এ বদভ্যাস বেশি দিন ধরে থাকলে ওজনও বেড়ে যাবে।

আরও পড়ুনসফল ব্যক্তিরা রাতে যে ৫ কাজের চর্চা করেন০৯ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ