Samakal:
2025-02-08@17:51:36 GMT

পনেরোটি নতুন বই

Published: 8th, February 2025 GMT

পনেরোটি নতুন বই

ঈশপের গল্প 
ছড়া ছবি কল্প 
ঈশপের গল্পের বই। 
পুনর্কথন: হাসান হাফিজ। 
ছবি: মোমিন উদ্দীন খালেদ। 
দাম: ৩০০ টাকা। 
প্রকাশক: চন্দ্রাবতী।  

ভূতসমগ্র 
ভূতের গল্প ও উপন্যাসসমগ্র। লেখক: ফারুক নওয়াজ। ছবি: ধ্রুব এষ। দাম: ৪৮০ টাকা। প্রকাশক: জিনিয়াস।

বৃষ্টির কাছে শিখি 
ছড়ার বই। লেখক: ফারুক হোসেন। ছবি: আলমগীর জুয়েল। দাম: ৫২০ টাকা। প্রকাশক: আনন।   

আয়রে আমার ছেলেবেলা
স্মৃতিকথার বই। লেখক: আমীরুল ইসলাম। ছবি: ধ্রুব এষ। দাম: ২০০ টাকা। প্রকাশক: অনন্যা।

তোর্সা একটা নদীর নাম
ছড়ার বই। লেখক: খালেদ হোসাইন। ছবি: রজত। 
দাম: ২৫০ টাকা।
প্রকাশক: ছোটদের সময়।

এগল্প ওগল্প 
গল্পের বই। লেখক: ইমতিয়ার শামীম। ছবি: মনজুরুল আহসান। দাম: ২০০ টাকা। প্রকাশক: শৈশব। 

ভূত ভূতুড়ে
গল্পের বই। লেখক: অদ্বৈত মারুত। ছবি: সজল চৌধুরী। দাম: ২০০ টাকা। 
প্রকাশক: সূর্যোদয়। 

বিজ্ঞানী দাদু ও 
গোয়েন্দা অপু 
গল্পের বই। লেখক: শিবুকান্তি দাশ। ছবি: মোমিন উদ্দিন খালেদ। দাম: ২০০ টাকা। প্রকাশক: শিশুপ্রকাশ।

শিশুদের কত বই : 
শত বই
বইয়ের আলোচনা সংকলন। লেখক: ইমরুল ইউসুফ। 
ছবি: মামুন হোসাইন। 
দাম: ৪০০ টাকা।
প্রকাশক: কিডজ কারাভান।

তরু কাকার সরু বুদ্ধি
গল্পের বই। একই সঙ্গে বাংলা এবং ইংরেজি। লেখক: ইকবাল খন্দকার। অনুবাদ: লরা খন্দকার। ছবি: বিপ্লব চক্রবর্তী। দাম: ১৬০ টাকা। প্রকাশক: আলোঘর। 

বিজ্ঞানী মামার কাণ্ডকারখানা
সায়েন্স ফিকশন। লেখক: জসীম আল ফাহিম। ছবি: মোস্তাফিজ কারিগর। দাম: ১৫০ টাকা। প্রকাশক: আফসার ব্রাদার্স।

ছোটদের ফার্স্টএইড
চিকিৎসা বিষয়ক বই। লেখক : হুমায়ুন কবীর হিমু। ছবি: ধ্রুব এষ। দাম: ২০০ টাকা। প্রকাশক কাকাতুয়া।

অর্পণের সর্পজ্ঞান 
গল্পের বই। লেখক: শামীম খান যুবরাজ। ছবি: মিজানুর রহমান শামীম। 
দাম: ৮০ টাকা।
প্রকাশক: রংপেনসিল। 
মেঘ ভেজা দিন 
একলা বাড়ি
ছড়ার বই। লেখক: সুবর্ণা দাশ মুনমুন। ছবি: মোমিন উদ্দীন খালেদ। দাম: ২২০ টাকা। প্রকাশক : শৈলী।  
আরিয়েত্তির ছোট্ট 
ছোট্ট গল্পেরা
গল্পের বই। লেখক: আরিয়েত্তি ইসলাম। 
ছবি: তন্ময় শেখ। দাম: ১৫০ টাকা। প্রকাশক: কাকাতুয়া। n

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল ২০০ ট ক

এছাড়াও পড়ুন:

চাকরি ফিরে পাচ্ছেন ‘চাকরিচ্যুত’ দেড় হাজার পুলিশ সদস্য

গেল সরকারের আমলে নানা কারণে চাকরিচ্যুত ১ হাজার ৫২২ পুলিশ সদস্য চাকরি ফিরে পাচ্ছেন। চাকরি ফিরে পাওয়াদের মধ্যে রয়েছেন রয়েছেন কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। 

আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর বলছে, গেল সরকারের আমলে নানা কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ সদর দপ্তরে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন সদস্য রয়েছেন। তাঁদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইব্যুনাল/প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইব্যুনালের অধীনেও বিচারাধীন ছিলেন। তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ সদর দপ্তর থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি।

আরও বলা হয়েছে, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের শৃঙ্খলা পরিপন্থি আচরণ না করার জন্য পুনরায় অনুরোধ করা হলো।

সম্পর্কিত নিবন্ধ