না’গঞ্জ নৌ পুলিশের যৌথ অভিযানে বাল্কহেড চোরাইচক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪
Published: 8th, February 2025 GMT
নৌ পুলিশের নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে চোরাই বাল্কহেড কেটে বিক্রয় চক্রের নারী সদস্যসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বাল্কহেডের ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০ টন) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)।
শনিবার বিষটি নিশ্চিত করেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো.
নৌ পুলিশ নারায়ণগঞ্জ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থানা এলাকার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি নদী ঘাট থেকে বালুবাহী বাল্কহেড "এমবি মাছিয়াতা দরবার শরীফ" সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়।
বাল্কহেডটি খরচ বাবদ নগদ অর্থ ও প্রয়োজনীয় জ্বালানি তেলসহ রওনা হলেও পরবর্তীতে এর স্টাফগণ বাল্কহেডটি চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়।
৫ ফেব্রুয়ারি নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঘটনাটি সম্পর্কে অবহিত হয়ে নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে।
এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানার সহায়তায় পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালিনা করেন।
এ সময় একজন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে চোরাই বাল্কহেডটির কাটা অংশ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকেরা অনলাইনে বদলির আবেদন করতে পারছেন। ১৯ এপ্রিল পর্যন্ত এ আবেদনপ্রক্রিয়া চলবে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে জানানো হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পন্ন করতে হবে। আর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত এবং ২৮ এপ্রিল সিস্টেম থেকে স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
আদেশে আরও বলা হয়, শিক্ষকেরা পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ করবেন। কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫এদিকে, যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তী সময়ে তা পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না।
এর আগে ২১৬টি উপজেলা বা থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়েছেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলাগুলো আন্তজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে এবং অবশিষ্ট ২৭১টি উপজেলা বা থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে।
আরও পড়ুনভারতের উত্তরাখন্ডের ১৭০টির বেশি মাদ্রাসা বন্ধ করে দিল রাজ্য বিজেপি সরকার২ ঘণ্টা আগে