নৌ পুলিশের নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে চোরাই বাল্কহেড কেটে বিক্রয় চক্রের নারী সদস্যসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় বাল্কহেডের  ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০ টন) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)।

শনিবার বিষটি নিশ্চিত করেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো.

আলমগীর হোসেন। 

নৌ পুলিশ নারায়ণগঞ্জ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থানা এলাকার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি নদী ঘাট থেকে বালুবাহী বাল্কহেড "এমবি মাছিয়াতা দরবার শরীফ" সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়।

বাল্কহেডটি খরচ বাবদ নগদ অর্থ ও প্রয়োজনীয় জ্বালানি তেলসহ রওনা হলেও পরবর্তীতে এর স্টাফগণ বাল্কহেডটি চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়।

৫ ফেব্রুয়ারি নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঘটনাটি সম্পর্কে অবহিত হয়ে নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানার সহায়তায় পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালিনা করেন।

এ সময় একজন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে চোরাই বাল্কহেডটির কাটা অংশ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।  

এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে  গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে।

উপজেলার জামপুর ইউনিয়নের রাউতেগাঁ এলাকায় এই ঘটনা ঘটে।নিহত মোসাঃ বাঁধন (১৮) রাউতেরগাঁও এলাকায় বাদল মিয়া মেয়ে।

নিহতের ফুফু মিনা জানান, পার্শ্ববর্তী  পেচাইন এলাকার সদর আলী ছেলে মোঃ রাকিব (৩০)এর সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে প্রায় ৬মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিহত বাঁধন চার মাসের গর্ভবতী ছিলেন বলেও জানান তিনি। পরবর্তীতে গত মঙ্গলবার ৪ঠা মার্চ সন্ধ্যায় বাঁধনে বাবার কাছে থেকে তিনি জানতে পারেন, বাঁধন অসুস্থ। বাঁধনের  শশুর বাড়ী গিয়ে তার ননদ ও ননদের স্বামী ছাড়া কাউকে দেখতে পান নি।পরবর্তীতে তিনি এবং নিহতের ননদ  তাকে নিয়ে  হসপিটালে যান।প্রথমে তারা একটি  একটি প্রাইভেট হাসপাতালে রোগীকে নিয়ে যান,  ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে  ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। ৯ই মার্চ  রবিবার সকালে মৃত্যু বরণ করেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন,স্বামীকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সাহরির যে ৭টি বিধান মনে রাখা জরুরি
  • ‘ঘুষের জন্য’ ১৫১ ফাইল আটকে রাখেন রাজশাহী মাউশির ডিডি
  • রাজশাহীতে মাউশির উপপরিচালকের দপ্তরে দুদক পেল আটকে রাখা ১৫১ ফাইল
  • ‘ঘুষের জন্য’ মাউশির ডিডির টেবিলে আটকা ১৫১ ফাইল 
  • বিএনপির মিডিয়া সেলের লোক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
  • সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের মামলার আসামি গ্রেপ্তার
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, চারজন গ্রেপ্তার
  • কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
  • যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি জাতীয় বিপ্লবী পরিষদ
  • সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ