আজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে ৯৭৬০ জন পুরুষ ও ৭৬৭ জন নারী অংশ নেন। মোট ১০ হাজার ১২৭ জন ম্যারাথনে অংশ নেন। ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে  আল-আমিন এবং নারী বিভাগে পাপিয়া খাতুন প্রথম হন। হাফ ম্যারাথনে আশিক আহমেদ এবং রিঙ্কি বিশ্বাস প্রথম হন। 

১০ কিলোমিটার (সাধারণ) পুরুষ বিভাগে এম সোয়ান ও নারী বিভাগে প্রিয়া আক্তার এবং ১০ কিলোমিটারে প্রথমবার অংশগ্রহণকারী পুরুষ বিভাগে তুহিন আল মামুন ও মহিলা বিভাগে সুমাইয়া আখতার প্রথম হন। ভেটেরান পুরুষ বিভাগে জসিম উদ্দিন ও মহিলা বিভাগে ইরি লি কৈকি প্রথম হন।

সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, ম্যারাথন শুধু প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করছে। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দেশের সর্বস্তরের জনগণের মাঝে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে। ম্যারাথনে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানান তিনি। সংবদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পীরগঞ্জে সেই নারীর খণ্ডিত মাথা উদ্ধার

রংপুরের পীরগঞ্জে মস্তকবিহীন লাশ উদ্ধারের এক দিন পর খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। শনিবার চতরা ইউনিয়নের করতোয়া নদীর তীরে পাকার মাথা টোংরারদহ এলাকা থেকে মাথাটি উদ্ধার করা হয়। এতে জড়িত থাকা অভিযোগে বড় বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের এসআই অনন্ত কুমার বর্মণ বাদী হয়ে হত্যা মামলা করেছেন। রংপুরের পুলিশ সুপার আবু সাইম সংবাদ সম্মেলন করে জানান, শুক্রবার সকালে বড় বদনাপাড়ায় এক নারী মরিচ উঠাতে ক্ষেতে গিয়ে মাথাবিহীন নারীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন।

সিআইডি ক্রাইম সিন দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় ও ঠিকানা শনাক্ত করে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার নাম দেলোয়ারা (৩১) বলে জানা সম্ভব হয়। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিলালপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী। নীলফামারীর জলঢাকার পশ্চিম গোরমুক্তা গ্রামের রবিউল ইসলামের মেয়ে তিনি।

পুলিশ সুপার জানান, পুলিশের একটি দল বস্তা ও ব্যাগে ভর্তি ছবি, সিমকার্ড, কাগজে লিখিত কয়েকটি মোবাইল ফোন নম্বর পেলে নারীর পরিচয় জানতে পারে। এক পর্যায়ে আতিকুলের গতিবিধিতে নজর রাখে তারা। শনিবার সকালে বোরকা পরে পালিয়ে যাওয়ার পথে কাবিলপুর ইউপির ঘনশ্যামপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।

আতিকুলের স্বীকারোক্তিতে কাটা মাথার সন্ধান মিললে উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তদন্ত চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। আতিকুল এলাকায় জুয়াড়ি হিসেবে পরিচিত বলেও জানান তিনি। পুলিশের পাশাপাশি র‌্যাব-১৩ এর গোয়েন্দা সদস্যরাও এ বিষয়ে কাজ করছেন।

সম্পর্কিত নিবন্ধ