রিয়ালের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ভিনির!
Published: 8th, February 2025 GMT
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়ারের চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। এখনো সামনে আড়াই বছর থাকলেও লস ব্লাঙ্কোসরা ভিনিকে নতুন করে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে।
ওই প্রস্তাব নাকি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা প্রত্যাখ্যান করেছেন। সংবাদ মাধ্যম রেলেভো আরও জানিয়েছে, দুই সপ্তাহ আগে ভিনির সঙ্গে বৈঠকে বসেছিল রিয়াল বোর্ড। কিন্তু দুই পক্ষ কোন সিদ্ধান্তে আসতে পারেনি।
কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভিনিকে কম বেতনে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। তিনি বর্তমানে লস ব্লাঙ্কোসদের থেকে ১৫ মিলিয়ন ইউরো বেতন পান। তার চেয়ে ডেভিড আলাবার বেতন ২ মিলিয়ন বেশি।
এসব কারণেই দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। ভিনির সঙ্গে চুক্তি নবায়নে রিয়ালের তোড় জোড় করার কারণ আছে। ১ বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ থাকা ভিনির জন্য সৌদি প্রো লিগের ক্লাব ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে।
যে কারণে রিয়াল মাদ্রিদ তার সঙ্গে নতুন চুক্তি নবায়ন করে ওই গুঞ্জন থামিয়ে দিতে চায়। ভিনি রিয়ালের দেওয়া চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আপাতত রিয়াল ছাড়ার ইচ্ছে নেই তারও। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, ‘রিয়ালে খুবই খুশি ভিনি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল
এছাড়াও পড়ুন:
‘ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে চীনের ১৫৫ জন নাগরিক’
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে কমপক্ষে ১৫৫ জন চীনা নাগরিক লড়াই করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ দাবি করেছেন।
চলতি সপ্তাহের শুরুতে দুই চীনা যোদ্ধাকে আটক করে ইউক্রেন। এরপরই এই মন্তব্য করলেন জেলেনস্কি।
বুধবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলেনস্কি তার সরকারের সংগৃহীত তথ্যের ভিত্তিতে দাবি বলেন, “আরো অনেক’ চীনা নাগরিক এই যুদ্ধে জড়িত।
বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানিয়ে, চীনা সরকারের একজন মুখপাত্র বলেছেন তারা “প্রাসঙ্গিক পক্ষগুলোকে চীনের ভূমিকা সঠিকভাবে ও বিচক্ষণতার সাথে বোঝার এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করার পরামর্শ দিচ্ছেন।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, “চীন ইউক্রেনীয় সংকটের স্রষ্টা বা পক্ষ নয়। আমরা সংকটের শান্তিপূর্ণ সমাধানের একজন দৃঢ় সমর্থক এবং সক্রিয় প্রচারক।”
লিন বলেন, চীন “সবসময় তার নাগরিকদের সশস্ত্র সংঘাতপূর্ণ এলাকা থেকে দূরে থাকতে এবং যেকোনো ধরণের সশস্ত্র সংঘাতে জড়িত হওয়া এড়াতে বলেছে, বিশেষ করে যেকোনো পক্ষের সামরিক অভিযানে অংশগ্রহণ এড়াতে।”
ঢাকা/শাহেদ