বিপিএলের সর্বশেষ চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। ২০২৫ এর এই আসরে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তামিম ইকবালের বরিশাল। 

বিপিএলের গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। এ নিয়ে দলটির টানা দুই শিরোপা। বরিশালের মতো ২০২৩২০২২ এর আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ২০২৩ এর আসরে ফাইনালে সিলেটকে হারায়। তার আগের আসরে বরিশালকে পরাজিত কর। 

বিপিএলের ২০১৯-২০ সালের আসরে চকম দিয়েছিল রাজশাহীর ফ্র্যাঞ্জাইজি। রাজশাহী রয়্যালস সেবার হারিয়েছিল খুলনা টাইগার্সকে। ২০১৯ সালের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা। ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল তারা। ২০১৭’র আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সেবারও ঢাকা ডায়নামাইটস হেরেছিল ফাইনালে।

বিপিএলের ২০১৬ সালের চ্যাম্পিয়ন ঢাকা। রাজশাহী কিংসকে হারিয়েছিল তারা। ২০১৫ সালে বরিশাল বুলসকে হারিয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা। বিপিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটরস। প্রথমবার বরিশাল বার্নাস ও দ্বিতীয়বার হারায় চিটাগং কিংসকে।

বিপিএলের চ্যাম্পিয়ন ও রানার্স আপের তালিকা:

সাল     চ্যাম্পিয়ন       রানার্সআপ
২০২৫   বরিশাল        চিটাগং কিংস
২০২৪   বরিশাল        কুমিল্লা
২০২৩   কুমিল্লা      সিলেট
২০২২   কুমিল্লা      বরিশাল
২০১৯   রাজশাহী         খুলনা
২০১৮   কুমিল্লা      ঢাকা
২০১৭   রংপুর       ঢাকা
২০১৬   ঢাকা      রাজশাহী
২০১৫   কুমিল্লা        বরিশাল
২০১৩   ঢাকা      চিটাগাং
২০১২   ঢাকা        বরিশাল
.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল র র আসর

এছাড়াও পড়ুন:

‘ভাসানচর দ্বীপ’ কার জানা যাবে ১৫ দিন পর

বঙ্গোপসাগরে জেগে ওঠা দ্বীপ ‘ভাসানচর’ এর মালিকানা চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার না নোয়াখালীর হাতিয়া উপজেলার- সে সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রাম ও নোয়াখালী জেলা প্রশাসকের প্রতিবেদন ও দিয়ারা জরিপের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরী উল্লাহ নূরী। সভায় সন্দ্বীপের পক্ষে সাংবাদিক সালেহ নোমান ও নোয়াখালীর পক্ষে এনসিপি নেতা আব্দুল হান্নান মাহসুদসহ অনেকে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরী উল্লাহ নূরী বলেন, কমিটির সবাই নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। সন্দ্বীপের পক্ষে সন্দ্বীপের প্রতিনিধি ও হাতিয়ার পক্ষে হাতিয়ার প্রতিনিধি বক্তব্য দেন। সবার মতামত শুনে দুই জেলার ডিসির কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। এর সঙ্গে দিয়ারা জরিপ পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে ভূমি জরিপ অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর তারা সিদ্ধান্ত নেবেন ভাসানচর কার।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনুমোদনে ২০১৬-১৭ সালের দিয়ারা জরিপে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। ২০১৬-১৭ সালেই নবসৃষ্ট ভাসানচর অংশটির (ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা ও কেউয়ারচর) দিয়ারা জরিপ শেষ করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এর ফলাফল ২০১৮ সালের ১৮ এপ্রিল প্রকাশ করা হয়। 

এর পরিপ্রেক্ষিতে সরকারি গেজেটে ভাসানচর অংশের ছয়টি মৌজা নোয়াখালীর হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত রয়েছে। যদিও সন্দ্বীপের মানুষ এ জরিপকে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রভাব বিস্তার করে তৈরি করা বলে অভিযোগ করে আসছেন।

 

 

সম্পর্কিত নিবন্ধ

  • আইনিভাবে তৃতীয় বিয়ের ইতি টানলেন শ্রাবন্তী
  • শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর যা বললেন রোশন
  • শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর যা বললেন রোশন সিং
  • ভাসানচর হাতিয়ার নাকি সন্দ্বীপের, কেন এই দ্বীপ নিয়ে বিরোধ
  • ভাসানচর কার, জানা যাবে ১৫ দিন পর
  • বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই
  • ‘ভাসানচর দ্বীপ’ কার জানা যাবে ১৫ দিন পর
  • ‘ছবি কূটনীতি’ একালে ও সেকালে
  • ঘুষসহ গ্রেপ্তার নৌ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীর ৩ বছরের দণ্ড
  • নতুন শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করবে বিএসইসি