সোনারগাঁয়ে এক রাতে ৫ অটোরিকশা চুরির ঘটনায় গ্রেপ্তার ১
Published: 8th, February 2025 GMT
সোনারগাঁওয়ে হঠাৎ বেড়ে গেছে আটোরিকশা চুরি ও ছিনতাইয়ের ঘটনা। মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর মাজার সংলগ্ন ভাগলপুর গ্রামে একটি গ্যারেজের তালা ও শাটার ভেঙ্গে গত ৩১ জানুয়ারি ৫টি অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্যরা।
এ ব্যাপারে গ্যারেজের মালিক মো. আলী হোসেন সোনারগাঁও থানায় একটি মামলা করতে গেলে এটি অভিযোগ আকারে গ্রহণ করা হয়। এ ঘটনার এক সপ্তাহ পর মো.
সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাদ্দাম ১৭ মামলার আসামি। অটো চুরির মামলায় শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, সাদ্দামের কাছ থেকে অটোরিকশা চুরির আরো তথ্য পেয়েছে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে, এলাকাবাসী সিসিটিভি ফুটেজ দেখে একই এলাকার ট্রাক চালক হেলাল উদ্দিনের বখাটে ও মাদকসেবী ছেলে মো. সিফাতকে (২৪) আটক করে গত শনিবার (১ ফেব্রুয়ারি) জিজ্ঞাসাবাদ করলে সে অটোরিকশা কথা চুরির কথা তাদের কাছে স্বীকার করে।
মাদকসেবী সিফাত জানায়, গত ৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকার কয়েকজনসহ মোট ৭ জন অটোরিকশা ছিনতাইকারীর সহযোগিতায় ভাগলপুর গ্রামের ওই গ্যারেজটির তালা ভেঙ্গে ভিতর থেকে ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে।
এর আগেও গ্রাম থেকে বিভিন্ন মানুষের পানির মোটরসহ বিভিন্ন জিনিস চুরি করে মাদকের টাকা যোগাড় করতো। এ কারণে আগে থেকেই গ্রামবাসী তার উপর ক্ষিপ্ত ছিল। গ্যারেজ ভেঙ্গে অটো চুরির ঘটনায় গ্রামবাসী উত্তেজিত হয়ে তাকে উত্তম-মধ্যম দিয়ে চুরি করা নিয়ে যাওয়া অটোরিকশাগুলো ফেরত দিতে পরামর্শ দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এবং থানা থেকে অভিযোগ তুলে নিতে বাদী মো. আলী হোসেনের বাড়ি গত ১ ফেব্রুয়ারি থেকে দেশিয় অস্ত্র নিয়ে সিফাতের চাচাতো ভাইসহ চোরের দল দফায় দফায় হামলা করে আসছে।
চোরের দল থানায় গিয়ে উল্টো অটোরিকশা ছিনতাইকারী সিফাতকে মারধরের ঘটনায় বাদী ও তার বাবাসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
এতে এক নম্বর আসামি করা কয়েছে এলাকার এক টাইলস ব্যবসায়ী মাহবুবকে। অথচ তিনি এবং তার ভাই চৌরাস্তা এলাকায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং বাদীর বাবা অটোরিকশা চুরির ঘটনার আগেই ৪০ দিনের জন্য তাবলিগ জামায়াতের চিল্লায় গেছেন উত্তরবঙ্গে।
এ ঘটনায় পুলিশের রহস্যজনক ভূমিকায় ক্ষুদ্ধ এলাকাবাসী।তারা অনতিবিলম্বে ছিনতাই চক্রের মূলহোতা মাদকসেবী সিফাতসহ আটোরিকশা চোর চক্রের সব সদস্যেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র র ঘটন ঘটন য়
এছাড়াও পড়ুন:
বইমেলার ৮ম দিনে ১০২ নতুন বই প্রকাশিত
অমর একুশে বইমেলার (২০২৫) ৮ম দিন ছিল শনিবার (৮ ফেব্রুয়ারি)।
এদিন মেলায় নতুন বই এসেছে ১০২টি। এর মধ্যে গল্পের বই ১৬টি, উপন্যাস ১৯টি প্রবন্ধ ৬টি, কবিতা ২৯টি, ছড়া ২টি, জীবনী ৩টি, বিজ্ঞান একটি, ভ্রমণ ২টি, ইতিহাস একটি, রাজনীতি ২টি, ধর্মীয় ৪টি, অনুবাদ একটি, সায়েন্স ফিকশন একটিসহ অন্যান্য বই রয়েছে ১৫টি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
বইমেলায় প্রবন্ধ সংকলন ‘বিংশ একবিংশ’
বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সঙ্গীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একজন মোহাম্মদ হারুন-উর-রশিদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রফিক-উম-মুনীর চৌধুরী। আলোচনায় অংশ নেন আবদুস সেলিম এবং মোহাম্মদ হারুন রশিদ। সভাপতিত্ব করেন খালিকুজ্জামান ইলিয়াস।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং কবি জব্বার আল নাইম। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন- কবি ফরিদ সাইদ এবং কবি প্রদীপ মিত্র। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কামাল মিনা এবং ফারহানা পারভীন হক তৃণা। এদিন ছিল আরিফুজ্জামান চয়নের পরিচালনায় নৃত্য সংগঠন ‘উদ্ভাস নৃত্যকলা একাডেমী’র পরিবেশনা। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফারাহ দিবা খান লাবণ্য, সুষ্মিতা দেবনাথ সূচি, বিজন চন্দ্র মিস্ত্রী, গার্গি ঘোষ, শার্লি মার্থা রোজারিও এবং মো. রেজওয়ানুল হক। যন্ত্রাণুষঙ্গে ছিলেন চন্দন দত্ত (তবলা), শ্যামা প্রসাদ মজুমদার (কী-বোর্ড), শেখ আবু জাফর (বাঁশি), দীপঙ্কর রায় (অক্টোপ্যাড)।
ঢাকা/এসবি