বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় এ কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৪২ শতাংশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বাকৃবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

এ বছর বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং পশুপালন অনুষদের আওতাধীন তিনটি অঞ্চলের মোট ২২টি কক্ষে ১ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়। পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিত ছিলেন ১ হাজার ১৪৬ জন শিক্ষার্থী; যার শতকরা হার ৮৮ দশমিক ৪২ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড.

এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ ও প্রক্টোরিয়াল বডির অন্যান্য সদস্যরা।

সর্বিক বিষয় জানিয়ে বাকৃবির কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন বলেন, “ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়েছে।”

ঢাকা/লিখন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ

এছাড়াও পড়ুন:

গণহত্যায় জড়িতদের বিচারে প্রতিটি পুলিশ সদস্য দৃঢ় প্রতিজ্ঞ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল সভায় অংশ নিয়ে দেশের বিরুদ্ধে ও পুলিশ বাহিনী সম্পর্কে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। বেনজীরের বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়ে বেনজীরের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছে।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভাপতি ও সিআইডি প্রধান মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়,  ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ বিদেশে পলাতক বেনজীর আহমেদের বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে ক্ষুব্ধ করেছে। বিগত সরকারের আমলে গণহত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রতিটি পুলিশ সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। 

সম্প্রতি বেনজীরের একটি বক্তব্য ভাইরাল হয়। তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের ৯০ ভাগই আওয়ামী লীগের সমর্থক। তাদের সঙ্গে যোগাযোগ রেখেই প্ল্যান করা হচ্ছে। 

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। তবে সরকারকে অসহযোগিতা এবং ব্যর্থতা প্রমাণ করে তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এর পর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের হটানোর পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ