ঢাবির সি ইউনিটের পরীক্ষা: বাকৃবি কেন্দ্রে উপস্থিতি ৮৮.৪২ শতাংশ
Published: 8th, February 2025 GMT
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় এ কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৪২ শতাংশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বাকৃবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
এ বছর বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং পশুপালন অনুষদের আওতাধীন তিনটি অঞ্চলের মোট ২২টি কক্ষে ১ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়। পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিত ছিলেন ১ হাজার ১৪৬ জন শিক্ষার্থী; যার শতকরা হার ৮৮ দশমিক ৪২ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড.
এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ ও প্রক্টোরিয়াল বডির অন্যান্য সদস্যরা।
সর্বিক বিষয় জানিয়ে বাকৃবির কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন বলেন, “ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়েছে।”
ঢাকা/লিখন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পটানোর মতো ‘পিকআপ লাইন’ খুঁজছে মাখন
আগের পর্বআরও পড়ুনতোমরা তো আমাকে পাত্তা দাও না০৯ এপ্রিল ২০২৫