রাষ্ট্রীয় একমাত্র জীবন বিমা প্রতিষ্ঠান ‘জীবন বীমা করপোরেশন’ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধু বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও নাটোর জেলার পুরুষ–নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: বিমা প্রতিনিধি/এজেন্ট

পদসংখ্যা: ৩০

যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে

বেতন: আলোচনা সাপেক্ষে। জীবন বীমা করপোরেশনের নির্ধারিত কমিশন দেওয়া হবে এবং করপোরেশনের বিধি অনুসারে পদোন্নতি হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর

আরও পড়ুননৌবাহিনী নেবে অফিসার ক্যাডেট, আবেদন চলছে১০ ঘণ্টা আগে

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি ‘সন্তোষ চন্দ্র পাল, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা, ৮১৮, শাজাহানপুর শাখা, ৮২ সেলস অফিস, বগুড়া’ ঠিকানায় যোগাযোগ করতে হবে। মুঠোফোন নম্বর: ০১৭৭৩-৯৩০০৬০

আবেদনের শেষ সময়: ৮ মার্চ ২০২৫।

আরও পড়ুনষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ বন ব ম

এছাড়াও পড়ুন:

আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী কৃতি শ্যানন

আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫ এ  সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কৃতি শ্যানন। দো পাত্তি সিনেমায় অভিনয়ে জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। সিনেমাটি প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। আর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি [সেক্টর ৩৬]। খবর হিন্দুস্তান টাইমসের।  অ্যামাজন প্রাইম ভিডিয়ো ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।

গত শনিবার জয়পুরে অনুষ্ঠিত হয়েছে আইফা ২০২৫। আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা রইল। অ্যামাজন প্রাইম ভিডিয়ো ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।

দেখে নিন আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
চলচ্চিত্র বিভাগ
সেরা ছবি: অমর সিং চমকিলা
সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র): কৃতি শ্যানন (দো পাত্তি)
সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)
সেরা পরিচালক : ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): অনুপ্রিয়া গোয়েঙ্কা (বার্লিন)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): দীপক দোব্রিয়াল (সেক্টর ৩৬)
সেরা মৌলিক গল্প: কণিকা ধিলোঁ (দো পট্টি)

সিরিজ বিভাগ:
সেরা সিরিজ: পঞ্চায়েত সিজন ৩
সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র): শ্রেয়া চৌধুরী (বন্দিশ ব্যান্ডিটস সিজন ২)
সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত সিজন ৩)

সেরা পরিচালক: দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত সিজন ৩)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): সঞ্জিদা শেখ (হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): ফয়সাল মালিক (পঞ্চায়েত সিজন ৩)

বিবিধ
সেরা গল্প অরিজিনাল (সিরিজ): কোটা ফ্যাক্টরি সিজন ৩
সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড সিরিজ: ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস
সেরা ডকু-সিরিজ বা ডকু ফিল্ম: ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস
বেস্ট টাইটেল ট্র্যাক: ইশক হ্যায়ের জন্য অনুরাগ সাইকিয়া (মিসম্যাচড সিজন ৩)

আইফা ২০২৫ সম্পর্কে
এই আইফা অ্যাওয়ার্ডটি মূলত ওয়েব মাধ্যমের সিরিজ ও ছবির জন্য ছিল। এরপর গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট, ৯ মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। আইকনিক ছবি শোলের ৫০ বছর এবার। তাই বিশেষ উদযাপন হবে।এবারের আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অন্যদিকে, কারিনা কাপুর খানকে আইফার মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। তিনি তাঁর দাদু কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাবেন।
   

সম্পর্কিত নিবন্ধ

  • নতুন বিতর্কের জন্ম দিয়ে সমালোচিত নেইমার
  • আজ টিভিতে যা দেখবেন (১১ মার্চ ২০২৫)
  • সর্বোচ্চ ১০ লাখ বেতন তাসকিনের, ১০ হাজার বেড়ে শান্তর ৮ লাখ 
  • বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, বাকিরা কে পাবেন কত টাকা
  • শীর্ষে উঠার সুযোগ হারাল অ্যাতলেটিকো
  • দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পথে ব্রুক
  • ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে আইপিএলে থেকে সরে দাঁড়ালেন ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
  • আজ টিভিতে যা দেখবেন (১০ মার্চ ২০২৫)
  • রোহিত ম্যাচসেরা, রাচিন সিরিজসেরা
  • আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী কৃতি শ্যানন