গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় বিকেল চারটার দিকে। সমাবেশের পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন ছাত্ররা। এ সময় হঠাৎ ঘোষণা দিয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজাও পড়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো ছাত্রদের ওপর হামলা করছে। ছয় মাস পরও আওয়ামী লীগের বিচারে দৃশ্যমান পদক্ষেপ নেই। ছাত্র-জনতার জানমালের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। হাতিয়া, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।  

ছাত্রদের এ কর্মসূচির সময় মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। এ সময় তাঁর গাড়ি ছাত্রদের বিক্ষোভ মিছিলের কারণে রাস্তায় আটকে যায়। যদিও এর আগেই তিনি হেঁটে প্রেসক্লাবে প্রবেশ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে গাড়িটি প্রেসক্লাবের সামনে আনা হয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত র জনত র আওয় ম

এছাড়াও পড়ুন:

সমকাল কার্যালয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের শিক্ষার্থীরা তাদের কোর্সের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয় পরিদর্শন করেন।

সাংবাদিকদের দৈনন্দিন কার্যক্রম, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং প্রচার ও প্রকাশনার খুটিনাটি জানার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সমকালের ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম, উপসম্পাদক শাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, সহযোগী সম্পাদক জাকির হোসেন, প্রধান প্রতিবেদক মশিউর রহমান খান ও সহকারী সম্পাদক এহ্‌সান মাহমুদ। তারা সমকাল প্রকাশের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

পরে শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান সমকাল অনলাইনের ইনচার্জ গৌতম মণ্ডল। প্রিন্ট সংস্করণের পাশাপাশি সমকাল অনলাইন সংস্করণের কার্যক্রম সম্পর্কে তিনি শিক্ষার্থীদের ধারণা দেন। বিভাগের খণ্ডকালীন শিক্ষক মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল) এ সময় উপস্থিত ছিলেন। ৪০ জনের বেশি শিক্ষার্থী এদিন সমকাল কার্যালয় পরিদর্শন করেন। 

এর আগে সকালে শিক্ষার্থীরা চ্যানেল ২৪ কার্যালয় ঘুরে দেখেন এবং টেলিভিশন সাংবাদিকতা ও টেলিভিশন সম্প্রচারের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা নেন। 

সম্পর্কিত নিবন্ধ