ফেব্রুয়ারিতে রাতের আকাশ শীতকালীন নক্ষত্রপুঞ্জ পর্যবেক্ষণের সেরা সময়। এ সময় সন্ধ্যার শুরুতে ও মধ্যরাতে দুই রকমের আকাশের পার্থক্য দেখা যায়। আর তাই মাসজুড়ে আকাশে ওরিয়ন নক্ষত্রপুঞ্জ দেখার সুযোগ মিলবে। এ ছাড়া সপ্তাহজুড়ে বাংলাদেশ থেকে রাতের আকাশে বেশ কিছু আলোচিত বিষয় পর্যবেক্ষণ করা যাবে। এ সপ্তাহের আকাশে যা যা দেখা যাবে, সেগুলো দেখে নেওয়া যাক।

৮ ফেব্রুয়ারি

বৃহস্পতির চাঁদ ক্যালিস্টো দেখা যাবে সন্ধ্যা সাতটার পরে। বৃহস্পতি গ্রহণের দক্ষিণ থেকে ৩ আর্ক সেকেন্ড দূরত্বে অবস্থান করবে ক্যালিস্টো। আকাশে খুব ছোট কোণ পরিমাপ করতে জ্যোতির্বিদ্যায় একক হিসেবে আর্ক সেকেন্ড ব্যবহৃত হয়।

৯ ফেব্রুয়ারি

মঙ্গল গ্রহ চাঁদের দক্ষিণ দিকে খুব কাছাকাছি সন্ধ্যার সময় অবস্থান করবে। এ ছাড়া এই সপ্তাহে আকাশে বেশ কিছু নক্ষত্রপুঞ্জ দেখা যাবে।

১০ ফেব্রুয়ারি

সন্ধ্যায় শুক্র গ্রহ বাইনোকুলার দিয়ে ৩০ ভাগ বেশি আলোকিত দেখা যাবে। গ্রহটির আপাত ব্যাস বর্তমানে ৩৬ আর্ক সেকেন্ড। আমাদের চাঁদের মহাকাশের অবস্থানের একক ৩০ আর্ক মিনিট, সেই হিসাবে শুক্র গ্রহের আকার অনেক ছোট হবে।

১২ ফেব্রুয়ারি

গৌণ গ্রহ ২৯ অ্যামফিট্রাইটকে সূর্যের ঠিক বিপরীতের আকাশে দেখা যাবে। লিও নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে এই ক্ষুদ্র গ্রহ। গৌণ গ্রহ বা মাইনর প্ল্যানেট তাদের বলা হয়, যেসব পাথুরে বা বরফখণ্ড সূর্যকে প্রদক্ষিণ করছে।

১৩ ফেব্রুয়ারি

রেগুলাস নামের তারকা চাঁদের দক্ষিণ প্রান্তে দেখা যাবে।

১৪ ফেব্রুয়ারি

চাঁদের জেনো খাদে আলোছায়ার একঝলক দেখা যাবে।

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন

এছাড়াও পড়ুন:

আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টার দিকে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে। 

ফেতর আসারা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় উত্তর পূর্ব পাড়া গ্রামের মৃত শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্রী শ্যামল (৬৬) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে শ্রী রতন সরকার (৫৮)।

আরো পড়ুন:

৩ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিরির প্রতিবাদ

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা জানিয়েছেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের ফেরত দেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায় বিএসএফ। জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে বিএসএফের কাছ থেকে তাদের গ্রহণ করে বিজিবি।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপির সুন্দরপুর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। রাতেই দুইজনকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ