এই গলেই শুরু হয়েছিল তাঁর গল্পটা।
টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই উইকেট নিয়ে স্বপ্নের মতো এক শুরু হয়েছিল নাথান লায়নের। সেই উইকেটটাও শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার!
লায়নের স্বপ্নের পথচলা এরপর চলতে থাকল, চলতেই থাকল। প্রায় ১৪ বছর পর কাল সেই গলেই দিনেশ চান্ডিমালকে ফিরিয়ে লায়ন পেলেন টেস্টে নিজের ৫৫০তম উইকেট! এরপর কামিন্দু মেন্ডিস হলেন তাঁর ৫৫১তম শিকার। গ্রাউন্ডসম্যান হিসেবে যাঁর ক্রিকেট মাঠে পথচলার শুরু, তিনি এখন টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি, টেস্ট ইতিহাসেই তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র ছয়জন। ক্রিকেটের কিছু গল্প আসলেই রূপকথার মতো!
১এশিয়ায় একমাত্র বিদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট লায়নের!টেস্টে প্রথম বলে উইকেট পেয়েছেন এখন পর্যন্ত ২৫ জন বোলার। ১৮৮৩ সালে অস্ট্রেলিয়ার টম হোরানকে দিয়ে যার শুরু, গত বছর ডিসেম্বরে এই তালিকায় সর্বশেষ নাম তুলেছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ। লায়ন ছিলেন তালিকার ১৮তম ক্রিকেটার। তবে এই ২৫ জনের মধ্যে মাত্র ৯ জন ক্যারিয়ারে ১০টির বেশি টেস্ট খেলতে পেরেছেন। এই তালিকায় ১০০ টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার লায়ন!
টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে আউট হওয়ার পর শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নেকে বিদায় দিচ্ছেন লায়ন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
‘ভালো নেই’ জানিয়ে দোয়া চাইলেন সাবেক আইজিপি শহীদুল হক
কারাগারে ‘ভালো নেই’ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক।
বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি একথা বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে সাজেদুর রহমান ওমর নামে এক ব্যক্তি নিহতের মামলায় শহীদুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য রাখেন। আজ শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এরপর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন শহীদুল হক বলেন, ‘ভালো নেই। দোয়া করবেন।’
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান। এ ঘটনায় গত ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।
গত বছরের ৩ সেপ্টেম্বর উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।
শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান তিনি।
ঢাকা/মামুন/ইভা