Prothomalo:
2025-02-08@15:07:29 GMT

গলে প্রথম, গলেই ৫৫০ লায়নের

Published: 8th, February 2025 GMT

এই গলেই শুরু হয়েছিল তাঁর গল্পটা।

টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই উইকেট নিয়ে স্বপ্নের মতো এক শুরু হয়েছিল নাথান লায়নের। সেই উইকেটটাও শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার!

লায়নের স্বপ্নের পথচলা এরপর চলতে থাকল, চলতেই থাকল। প্রায় ১৪ বছর পর কাল সেই গলেই দিনেশ চান্ডিমালকে ফিরিয়ে লায়ন পেলেন টেস্টে নিজের ৫৫০তম উইকেট! এরপর কামিন্দু মেন্ডিস হলেন তাঁর ৫৫১তম শিকার। গ্রাউন্ডসম্যান হিসেবে যাঁর ক্রিকেট মাঠে পথচলার শুরু, তিনি এখন টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি, টেস্ট ইতিহাসেই তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র ছয়জন। ক্রিকেটের কিছু গল্প আসলেই রূপকথার মতো!

১এশিয়ায় একমাত্র বিদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট লায়নের!

টেস্টে প্রথম বলে উইকেট পেয়েছেন এখন পর্যন্ত ২৫ জন বোলার। ১৮৮৩ সালে অস্ট্রেলিয়ার টম হোরানকে দিয়ে যার শুরু, গত বছর ডিসেম্বরে এই তালিকায় সর্বশেষ নাম তুলেছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ। লায়ন ছিলেন তালিকার ১৮তম ক্রিকেটার। তবে এই ২৫ জনের মধ্যে মাত্র ৯ জন ক্যারিয়ারে ১০টির বেশি টেস্ট খেলতে পেরেছেন। এই তালিকায় ১০০ টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার লায়ন!

টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে আউট হওয়ার পর শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নেকে বিদায় দিচ্ছেন লায়ন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন সাইম

সাইম আইয়ুবকে পাওয়ার জন্য পাকিস্তান চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। কিন্তু গেল জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে পড়া ইনজুরি থেকে সেরে উঠতে তার আরো চার-পাঁচ সপ্তাহ সময় লাগবে। সে কারণে ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে রাখা হয়নি তাকে। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হলো চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলার কোনো সুযোগ নেই। 

উদ্বোধনী এই ব্যাটসম্যান ডান হাঁটুর ইনজুরি থেকে ভালোভাবেই সেরে উঠছেন। তবে আরো সময় লাগবে পুরোপুরি সেরে উঠতে। বর্তমানে তিনি ইংল্যান্ডে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।

গেল জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন। ইনিংসের সপ্তম ওভারে রায়ান রিকেলটনের এজ হওয়া ডেলিভারির পেছনে ছুটতে থাকেন সাইম ও আমের জামাল। ডিপ থার্ডে আমের জামাল বল কুড়িয়ে ফেরত পাঠান কিন্তু সাইম ভারসাম্য রক্ষা করতে না পেরে পরে যান এবং হাঁটুতে মোচড় খান। এরপর তাকে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:

জাল টিকিটে সয়লাব মিরপুর, চারগুণ দাম দিয়েও প্রতারিত দর্শকরা

বদলে গেলো বিপিএল ফাইনালের সময়

এরপর দক্ষিণ আফ্রিকা থেকেই লন্ডনে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। যাতে করে চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাওয়া যায়। কিন্তু পিসিবির চেষ্টা সফলতার মুখ দেখল না।

শুরুতে পিসিবি বলেছিল ছয় সপ্তাহের মধ্যে সেরে উঠবেন তিনি। তাতে পাকিস্তানের ভক্ত-সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাওয়া নিয়ে। কিন্তু গেল সপ্তাহে তাকে বাদ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করে পাকিস্তান। তবুও নিভু নিভু আশা ছিল। সেটাও শেষ হয়ে গেল আজ।

চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তান ১৬ মার্চ থেকে ০৫ এপ্রিল পর্যন্ত আট ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে নিউ জিল্যান্ডে। যেখানে পাঁচটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলবে। এই সিরিজে খেলতে পারবেন সাইম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আমার ভাই বলেছিল, মেয়েদের রিকোয়েস্ট সে একসেপ্ট করে না’
  • কলেজের অনুষ্ঠানে হামলা, চেয়ার-বাদ্যযন্ত্র ভাঙচুর
  • জলা, জংলার লংলায় প্রজ্বলিত জ্ঞানদীপ
  • বৈষম্যবিরোধী নেত্রীর সঙ্গে ধাক্কা, যশোর বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৮
  • মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫
  • ‘তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই, সবাই বাংলাদেশি’—তামিমের বিদায়ী বার্তা
  • প্রেমিকাকে হত্যা: রিমান্ড শেষে কারাগারে ফাহিম
  • রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক
  • চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন সাইম