গত ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ টাইমসে “বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেম্বারের ১৯ পরিচালক” শিরোনামে প্রকাশিত সংবাদে প্রাইম গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান আবু জাফর আহমেদের ছবি ও নাম ছাপা হয়েছিল। সংবাদে উল্লেখ করা হয়েছিল, ‘জেনারেল গ্রুপে নির্বাচিতরা হলেন-মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো.
এ বিষয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে আবু জাফর আহমেদ বলেন, আমি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমা কোনটিই করিনি। এখানে যে নির্বাচন হয়েছে সেটিও আমি জানিনা কিংবা আমাকে কেউ জানায়নি পর্যন্ত। এবং নির্বাচন সংক্রান্ত কোন বিষয়ে আমার সাথে কেউ আলোচনাও করেনি। আমি অত্যন্ত বিস্মিত হয়েছি , যখন দেখলাম নারায়ণগঞ্জ টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে আমার ছবি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়টি আমার জন্য অত্যন্ত বিব্রতকর।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র রহম ন
এছাড়াও পড়ুন:
মহানগর যুবদলের অন্যতম মেরুদন্ড ৩নং ওয়ার্ড হচ্ছে : সাহেদ
যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেছেন, এই কর্মী সভার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে কিভাবে গতিশীল ও সু-সংগঠিত করা যায়। দেশনায়ক তারেক রহমান সাহেবের যে চিন্তা-ভাবনা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাঁখা প্রত্যেকটি ইউনিট কিভাবে শক্তিশালী ও গতিশীল করা যায়।
তার মধ্যে ৩নং ওয়ার্ড কমিটি হচ্ছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম মেরুদন্ড। সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড ১ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এই চারটি ওয়ার্ড। আমরা বিগত সময় আন্দোলনে এই সকল ওয়ার্ডগুলোতে সাংগঠনিকভাবে অনেক দুর্বলতা আমরা পেয়েছি।
সেটা নট অনলি যুবদল। বিগত যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাঁখার আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শনিবার (৮ মার্চ) বিকেল তিনটায় চিটাগাং রোড সংলগ্ন মুক্তিনগরের গ্রীণ গার্ডেন কমিউনিটি সেন্টারে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল আলম ইমনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মীসভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আগামী দিনের জগত দলের কমিটিতে সাবেক যারা যুবদলের নেতাদের রয়েছে তারাও থাকবে বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরাও থাকবে। কেউ যদি পারিবারিকভাবে ভাই-বোন বোন্ড বিএনপি হয়ে থাকে ওখান থেকে নিয়ে আসা যায়।
একটি ওয়ার্ড কমিয়ে কমিটির সর্বনিম্ন ৩১ সদস্যের হবে। তবে আওয়ামী লীগের কোন দোসরাই এই কমিটিতে স্থান পাবে না। যদি কোন আওয়ামী লীগের এখানে থেকে থাকেন তাহলে নিজ দায়িত্বে এখান থেকে চলে যান।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান সোহেল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।
এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।