গত ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ টাইমসে “বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেম্বারের ১৯ পরিচালক” শিরোনামে প্রকাশিত সংবাদে প্রাইম গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান আবু জাফর আহমেদের ছবি ও নাম ছাপা হয়েছিল। সংবাদে উল্লেখ করা হয়েছিল, ‘জেনারেল গ্রুপে নির্বাচিতরা হলেন-মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো.
এ বিষয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে আবু জাফর আহমেদ বলেন, আমি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমা কোনটিই করিনি। এখানে যে নির্বাচন হয়েছে সেটিও আমি জানিনা কিংবা আমাকে কেউ জানায়নি পর্যন্ত। এবং নির্বাচন সংক্রান্ত কোন বিষয়ে আমার সাথে কেউ আলোচনাও করেনি। আমি অত্যন্ত বিস্মিত হয়েছি , যখন দেখলাম নারায়ণগঞ্জ টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে আমার ছবি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়টি আমার জন্য অত্যন্ত বিব্রতকর।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র রহম ন
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে অঞ্জু বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবাওে ভোর রাতের দিকে ফজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অঞ্জু ওই এলাকায় জসিম উদ্দিনের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, পারিবারিক কলহে প্রায়ই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোরে কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।