দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘1st National Youth Cancer Congress 2025’। বিশ্ব ক্যানসার দিবসকে সামনে রেখে ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজন করে দিনব্যাপী এ ক্যানসার সম্মেলনের। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এ তরুণ ক্যানসার সম্মেলনে দেশের প্রায় ১৫টি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও নবীন চিকিৎসক অংশ নেন।

সম্মেলনের আয়োজক ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুমুল হক বলেন, প্রতিবছর ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ নানা উদ্যোগের মধ্যে বিশ্ব ক্যানসার দিবস পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর তারা প্রথমবারের মতো জাতীয় তরুণ ক্যানসার সম্মেলনের আয়োজন করেছে। তিনি বলেন, ‘আমাদের দেশে সাধারণত শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন খুব একটা হয় না। অথচ তরুণেরাই দেশের ভবিষ্যৎ গড়ার কান্ডারি। ক্যানসারের চিকিৎসা, প্রতিরোধ ও গবেষণায় আমাদের তরুণদের উৎসাহ বৃদ্ধি ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ আয়োজন সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যানসার চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই বলেন, দেশে ক্যানসার রোগের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলেছে। বর্তমানে দেশে যে পরিমাণ ক্যানসার রোগী আছে, তা আগামী দশকের মধ্যে দ্বিগুণের বেশি হবে। এই বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার জন্য যে সংখ্যক দক্ষ জনবল প্রয়োজন, তা আমাদের নেই।’ তাই তিনি জানান, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ক্যানসার চিকিৎসা ও গবেষণা কার্যক্রমকে জনপ্রিয় করতে ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি গাইনি চিকিৎসক অধ্যাপক লতিফা শামসুদ্দিন বলেন, তরুণ চিকিৎসকদের মানবিক চিকিৎসক হতে হবে এবং এই সেবাকে আরও সম্প্রসারিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যানসার চিকিৎসক অধ্যাপক এ এফ এম কামালউদ্দিন, জাহাংগীর আলম, লুবনা মরিয়ম, মিথিলা ফারুকী, আরমান রেজা চৌধুরী, মানিফা নাজ ফাতমা প্রমুখ। বিজ্ঞপ্তি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ক ৎসক অ

এছাড়াও পড়ুন:

ওসমানী মেডিকেলের বহির্বিভাগে তালা দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে বা বহির্বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় মারাত্মক দুর্ভোগে পড়েন রোগী ও তাদের স্বজনরা। 

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অবস্থা। দাবি মানা না হলে মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতিরও ঘোষণা দেওয়া হয়। ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ডাক্তার পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো, মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ, বিএমডিসি চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায় বিলম্ব না করার দাবি জানানো হয়।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, সকাল সাড়ে ১১টা থেকে থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের আউটডোরে তালা দিয়ে বিক্ষোভ করা হয়েছে। এ সময় দুর্ভোগ পোহাতে হয় রোগী ও তাদের স্বজনকে।

এ ব্যাপারে সিওমেকহা ইন্টার্ন চিকিৎসক সমন্বয় কমিটির সমন্বয়ক ডা. ইমদাদ হাসান বলেন, আমরা দাবি জানিয়ে আসছি। দাবি না মানলে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে। তিনি তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকরা।

সম্পর্কিত নিবন্ধ

  • আউটডোরে তালা দিয়ে চিকিৎসকদের বিক্ষোভ
  • ওসমানী মেডিকেলের বহির্বিভাগে তালা দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
  • মাগুরার সেই শিশুটি চোখের পাতা নেড়েছে, তবে উন্নতি খুব সামান্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রথমবার এসেই মেয়েদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন শেল্‌টেক্‌
  • সেবা বন্ধের হুঁশিয়ারি রামেক হাসপাতালের চিকিৎসকদের
  • দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত চিকিৎসকদের
  • আজ থেকে বিসিএস চিকিৎসকদের কর্মবিরতি
  • আজ থেকে বিসিএস চিকিৎসকদের কলম বিরতি