৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
Published: 8th, February 2025 GMT
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসব কমিশনের সুপারিশকৃত আশু করণীয় বিষয়গুলো নিয়ে ফরেন সার্ভিস একাডেডিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অস্থায়ী কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের ব্যাপারে কমিশনপ্রধানদের বৈঠক হয়। বৈঠকে প্রতিবেদনে উল্লেখিত আশু পদক্ষেপগুলো বাস্তবায়নের ব্যাপারে সরকারের করণীয় বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড.
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন দেখতে ক্লিক করুন
২. পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন দেখতে ক্লিক করুন
৩. বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দেখতে ক্লিক করুন
৪. দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন দেখতে ক্লিক করুন
৫. জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন দেখতে ক্লিক করুন
৬. সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের মূল অংশ (১ম খণ্ড) দেখতে ক্লিক করুন
ঢাকা/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ল ক কর ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও চক্রান্ত মুক্ত হয়নি: গয়েশ্বর
বাংলাদেশ স্বৈরাচার হাসিনা মুক্ত হলেও চক্রান্ত মুক্ত হয়নি। ফ্যাসিবাদের দোসররা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া গালস স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।”
আরো পড়ুন:
৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
আবু নাসের
যখন জনগণের মূল্য থাকে না, তখন সরকার স্বৈরাচার হয়
তিনি বলেন, “মূল ইস্যু বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে, কোনোটাই সফল হবে না। তাই কালক্ষেপণ না করে জনগণের মৌলিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ঈশা খা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন রহমান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা।
ঢাকা/শিপন/মাসুদ