মেট্রোরেলের দুই পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ
Published: 8th, February 2025 GMT
শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) টিকিট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। টিকিট মেশিন অপারেটর পদে ১৩৯ জন এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে ৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।
আরও পড়ুননৌবাহিনী নেবে অফিসার ক্যাডেট, আবেদন চলছে১০ ঘণ্টা আগেমৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের দিয়াবাড়ি কার্যালয় থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে। উত্তীর্ণ প্রার্থীদের খুদে বার্তার মাধ্যমেও মৌখিক পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম খ ক পর ক ষ
এছাড়াও পড়ুন:
রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার আরও ২৩৫
রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে ২৩৫ অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে সাত ডাকাত, ১৩ পেশাদার ছিনতাইকারী, তিন চাঁদাবাজ, ১২ চোর, ২৩ মাদককারবারি ও ৩৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৩৬ রাউন্ড গুলি, চারটি ককটেল, সুইচ গিয়ার চাকু, ৬৫টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় ৮২টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্য বাহিনীগুলোর সমন্বয়ে চলছে চেকপোস্ট ও টহল কার্যক্রম। গত ২৪ ঘণ্টায় ডিএমপির সব থানা এলাকায় ৬৬৭টি টহল দল মাঠে ছিল। গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন ও র্যাবের টহল টিম দায়িত্ব পালন করে।