পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, ক্লিন এবং বিডাব্লিউজিইইডি এর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে এক প্রচারাভিযান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নবায়নযোগ্য শক্তির প্রসার এবং এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে পরিবেশবিদ, সমাজকর্মী, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশ নেন এবং স্লোগান দেন "জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য শক্তিই আমাদের ভবিষ্যৎ!

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় এ প্রচারাভিযান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বক্তারা এলএনজি আমদানির ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়ে আলোকপাত করেন।

সমাবেশের আহ্বায়ক পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি -এর চেয়ারম্যান মোহাম্মদ হোসন বলেন, এলএনজি আমদানি বন্ধ করতে এবং বাংলাদেশকে পরিবেশবান্ধব শক্তির দেশে পরিণত করতে আমাদের একযোগে কাজ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব শক্তির বাংলাদেশ গঠন করা এখন সময়ের দাবি। আমরা যদি এখনই পদক্ষেপ নিই, তবে একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো।

পরবর্তী পদক্ষেপ এই সমাবেশ ও প্রচারণা শুধু নারায়ণগঞ্জেই সীমাবদ্ধ নয়, বরং সারা দেশে নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান,  এলএনজি আমদানি বন্ধের এই আন্দোলন আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে এবং পরিবেশ রক্ষায় একযোগে কাজ করা হবে।

অন্যান্য বক্তারা বলেন, এই জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর এবং অর্থনৈতিকভাবে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এলএনজি পোড়ানোর ফলে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড এবং মিথেন নিঃসৃত হয়, যা জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। পাশাপাশি, এলএনজি-নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় জনগণের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, বাংলাদেশে সৌর ও বায়ু শক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশব্যাপী সঠিক পরিকল্পনার মাধ্যমে সৌর ও বায়ু শক্তি ব্যবহার করে টেকসই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে শুধু বিদ্যুৎ সংকট সমাধানই হবে না, বরং আমদানি নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এর মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ কমিটির সহ-সভাপতি ফজলুল হক ভূইয়া, প্রতিবন্ধী, শিশু ও যুব কল্যাণ পরিষদের সভাপতি এম এ মহিন, ইমরানসহ আরও অনেকে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব শ র আমদ ন

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে সেচ পাম্পের পাইপের ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদী থেকে হোসেন মিয়া (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার কালা পাহাড়িয়ার খালিয়ার চর পশ্চিমপাড়া কামাল মিয়ার সেচ পাম্প থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হোসেন মিয়া খালিয়ার চর এলাকার রাজা মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ পুলিশের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, দুপুরে খালীয়ার চর এলাকর হোসেন মিয়া নামে এক শিশু মায়ের সাথে গোসল করতে মেঘনা নদীর পাড়ে এসে অসাবধানতাবশত নদীতে পড়ে যায়।

খোঁজাখুঁজির পর না পেয়ে এলাকাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কামাল মিয়ার সেচ পাম্পের পাইপের ভেতরে কিছু আটকে থাকতে দেখে সন্দেহ হয়।

পরে সেচ পাইপ খুলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে : রফিউর রাব্বি
  • বন্দরে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মহানগর বিএনপির মিছিল 
  • স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্বেগ ও শোক 
  • আবু জাফরের প্রতিবাদ
  • ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার হুডি ও মুখে মাস্ক পরা দুজন জড়িত: পুলিশ
  • ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
  • ‘অলীক’ মামলায় জেরবার ব্যবসায়ী নাজিমের জীবন
  • আড়াইহাজারে সেচ পাম্পের পাইপের ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গ্যাসের দাম বাড়াতে ‘অবাস্তব’ আশ্বাস