ক্যানসার নিরাময়ের ভুয়া দাবি, বিতর্কিত ইনফ্লুয়েন্সারকে নিয়ে সিরিজ
Published: 8th, February 2025 GMT
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারের অভাব নেই। কী খেলে কী হবে, কোন রোগ কিসে সারবে, এমন অনেক কিছুই বলে দেন তাঁরা। এসব ইনফ্লুয়েন্সারের অনেক অনুসারী। যাঁদের কেউ কেউ এসব কথা যাচাই-বাছাই না করেই বিশ্বাস করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের সব বিশ্বাস করলে কত বড় বিপদ হতে পারে, সে বার্তা দিতেই নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘অ্যাপল সিডার ভিনেগার’। গত ৬ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই আলোচনায় ছয় পর্বের সিরিজটি।
বিতর্ক কী নিয়ে
অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার বেল গিবসনের নাম অনেকে শুনে থাকবেন। এই তরুণী আলোচনায় আসেন একটি মোবাইল অ্যাপকে কেন্দ্র করে, পরে লেখেন রান্নার বই। অনুসারীদের কাছে বেল পরিচিত ছিলেন ‘স্বাস্থ্য সুরক্ষার গুরু’ হিসেবে। যেকোনো অসুখের বিকল্প চিকিৎসা, স্বাস্থ্যকর খাবারসহ জীবনযাপন নিয়ে পরামর্শ দিতেন তিনি। একবার এই বেল দাবি করেন, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইনফ ল য় ন স র
এছাড়াও পড়ুন:
কলারোয়ায় বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইব্রাহিম গাজী (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আজ বুধবার সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কলারোয়া থানা সূত্র জানিয়েছে, ধর্ষণের শিকার শিশুর বয়স ১২ বছর। কয়েক বছর আগে তার বাবা মারা যান। তার মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে ওই শিশু তার নানা বাড়ি গোপীনাথপুরে থাকে। অভিযুক্ত ইব্রাহিম গাজীর বাড়ি ও ভুক্তভোগী শিশুর নানার বাড়ি পাশাপাশি।
অভিযোগ সূত্রে পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে অভিযুক্তের বাড়িতে কেউ না থাকায় ওই শিশুকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে অভিযুক্ত যুবক ইব্রাহিম গাজী বসতঘরের পশ্চিমপাশে বারান্দার কক্ষের মধ্যে শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশুটির নানীসহ আশেপাশের লোকজন জানতে পেরে ইব্রাহিমকে আটক করে পুলিশকে অবগত করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনতার হাতে আটক যুবককে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুকে কোর্টের মাধ্যমে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।