বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম
Published: 8th, February 2025 GMT
ছবি: বাংলাদেশ ইউনিভার্সিটির সৌজন্যে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সমকাল কার্যালয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের শিক্ষার্থীরা তাদের কোর্সের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয় পরিদর্শন করেন।
সাংবাদিকদের দৈনন্দিন কার্যক্রম, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং প্রচার ও প্রকাশনার খুটিনাটি জানার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সমকালের ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম, উপসম্পাদক শাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, সহযোগী সম্পাদক জাকির হোসেন, প্রধান প্রতিবেদক মশিউর রহমান খান ও সহকারী সম্পাদক এহ্সান মাহমুদ। তারা সমকাল প্রকাশের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
পরে শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান সমকাল অনলাইনের ইনচার্জ গৌতম মণ্ডল। প্রিন্ট সংস্করণের পাশাপাশি সমকাল অনলাইন সংস্করণের কার্যক্রম সম্পর্কে তিনি শিক্ষার্থীদের ধারণা দেন। বিভাগের খণ্ডকালীন শিক্ষক মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল) এ সময় উপস্থিত ছিলেন। ৪০ জনের বেশি শিক্ষার্থী এদিন সমকাল কার্যালয় পরিদর্শন করেন।
এর আগে সকালে শিক্ষার্থীরা চ্যানেল ২৪ কার্যালয় ঘুরে দেখেন এবং টেলিভিশন সাংবাদিকতা ও টেলিভিশন সম্প্রচারের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা নেন।