জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ নতুন ও পুরোনো সিলেবাসে পরীক্ষার ফরম পূরণ শুরু
Published: 8th, February 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের বিবিএ (প্রফেশনাল) প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরোনো সিলেবাসের পরীক্ষার ফরম পূরণ চলছে। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষার ফি বাবদ ৩ হাজার ৩০০ টাকা দিতে হবে। এ ছাড়া বিশেষ অন্তর্ভুক্তি পরীক্ষার্থীদের অতিরিক্ত ৫০০ টাকা করে দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২০২৩ সালের বিবিএ (প্রফেশনাল) প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরোনো সিলেবাস অনুযায়ী পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ৫ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষার্থী অনলাইনে ফরম পূরণের পর প্রিন্ট করা আবেদন ফরম ২৪ ফেব্রুয়ারির মধ্যে কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীর ডেটা ২৫ ফেব্রুয়ারির মধ্যে নিশ্চয়ন করবে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে টাকা জমা দেবে।
পরীক্ষায় যাঁরা অংশগ্রহণ করতে পারবেন
২০২২-২৩ শিক্ষাবর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিয়মিত, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীরা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য হবেন। ২০২২ সালে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সি ও ডি গ্রেডে উত্তীর্ণদের এবারই মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে এফ গ্রেডপ্রাপ্ত পরীক্ষার্থীরা বিশেষ অন্তর্ভুক্তি ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুনষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫আবেদনের পদ্ধতি
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে student login লিংকে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ও ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী ডেটা এন্ট্রি করতে হবে। ডেটা এন্ট্রির প্রক্রিয়া সম্পন্ন হলে অনলাইন থেকে একটি পূরণ করা আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে। পূরণ করা ফরমটিতে পরীক্ষার্থীর বিষয় কোড ও ফি উল্লেখ থাকবে।
আরও পড়ুনসরকারি মেডিকেলে ভর্তির সময় বৃদ্ধি৫ ঘণ্টা আগেবিবরণী ফরম ও ফি জমা দেওয়ার নিয়মাবলি
২০২৩ সালের (প্রফেশনাল) প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার সব পরীক্ষার্থীর ফি ডিজাইন করা নির্ধারিত জমা ফরম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ‘সোনালী সেবা’র মাধ্যমে সংশ্লিষ্ট খাতে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কলেজ www.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র থ র র পর ক ষ পর ক ষ য় ফরম প র
এছাড়াও পড়ুন:
বিএসইসিতে আন্দোলন: এখনও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেননি চেয়ারম্যান
গত বৃহস্পতিবারে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কর্মকর্তারা লাগাতার কর্ম বিরতির ঘোষণা দিলেও আজ রোববার বেশিরভাগ কর্মকর্তারা কাজে যোগ দিয়েছেন। তবে থমথমে অবস্থা বিরাজ করছে। কর্মকর্তাদের ডেস্কে গিয়ে দেখা গেছে, স্বাভাবিক কোন কাজ চলছে না। সকলের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
উদ্ভূত পরিস্থিতিতে শেয়ারবাজারের সব অংশীজনদের সঙ্গে আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দু'ঘণ্টা বৈঠক করেছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ তিন কমিশনার।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান রাশেদ মাকসুদ জানান, তিনি এখনও কোনো কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আলোচনা করেননি।
গত বুধবার বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারকে চার ঘণ্টা অবরুদ্ধ করে তাদের পদত্যাগ দাবি ও চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও রেজাউল করিমসহ ১৬ জন কর্মকর্তাকে আসামি করে একটি মামলা করেছিলেন।
রাজধানীর শেরে বাংলা নগর থানায় করা ওই মামলায় গ্রেপ্তার আতঙ্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ কমিশনে কাজে যোগদান করেননি।
সাংবাদিকরা বিএসইসির চেয়ারম্যানের কাছে ওই মামলায় কর্মকর্তাদের গ্রেপ্তার করা হবে কিনা, কিংবা এ বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্ত কি জানতে চেয়েছিলেন। চেয়ারম্যান এ প্রশ্নের কোনো উত্তর দেননি।
এর আগে কমিশনের সঙ্গে শেয়ারবাজার অংশজনরা জরুরি বৈঠক করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং পরিচালক মিনহাজ মান্নান ইমন।
ডিএসই চেয়ারম্যান বলেন, কর্মকর্তাদের যৌক্তিক কোনো দাবি বা ক্ষোভ থাকলে তা যথাযথ আইন ও নিয়ম মেনে প্রক্রিয়ায় কমিশন বা সরকারের কাছে জানানোর উপায় রয়েছে। কমিশনের কোনো সিদ্ধান্তে কেউ বিক্ষুব্ধ হলে তা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করারও অধিকার অন্য সবার মত কমিশন কর্মকর্তাদেরও রয়েছে। এ ঘটনায় দেশের শেয়ারবাজারের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন তিনি।
গত বুধবার চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে তাদের দাবি জানানো এবং পরবর্তী ঘটনাক্রমগুলো ছিল অনাকাঙ্ক্ষিত- এমন মন্তব্য করে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন, সকল অংশীজন আশা করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে, তার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করবেন।
ডিএসইর চেয়ারম্যান বলেন, বিএসইসি হচ্ছে শেয়ারবাজারের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ সংস্থার সুনাম সংবেদনশীলতা ও মর্যাদা সমুন্নত রাখার দায় বাজার সংশ্লিষ্ট সকল অংশীজনের।
বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় কমিশনের নিরীহ, সৎ ও দক্ষ কর্মকর্তারা যাতে কোনোরূপ হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কমিশনের কাছে অনুরোধ করেছে বলে জানিয়েছেন তিনি।
তবে বিগত দিনে শেয়ার বাজারে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
মমিনুল ইসলাম আরও জানান, উদ্ভূত ঘটনায় শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ ঘটনায় কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, তার জন্য স্টক এক্সচেঞ্জের সারভিলেন্স এবং মনিটরিং কার্যক্রম বাড়ানো হয়েছে।
এদিকে আজ ঢাকার শেয়ারবাজার ডিএসইতে স্বাভাবিক লেনদেন হলেও দর হারিয়েছে ২৭৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দর বেড়েছে ৫৮টির।
টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩৩৬ কোটি টাকার শেয়ার ও ফান্ড। তবে প্রধানমূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট হারিয়ে ৫১৭৪ পয়েন্টে নেমেছে।