প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের মতো থাকুন, কাকে বললেন চমক
Published: 8th, February 2025 GMT
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আওয়ামী লীগ সরকার পতন পর্যন্ত রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। যদি ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন না ঘটতো তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহীতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো বলে মনে করেন এই অভিনেত্রী।
শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা মন্তব্য করেন চমক। যেখানে তিনি আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করেন।
চমক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না।’
অভিনেত্রী লেখেন, ‘স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।’
সবশেষে চমক লিখেছেন, ‘মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন। আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত, ধন্যবাদ।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষাভ ও পথসভা
বন্দরে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক লিফলেট বিতরণের বিরুদ্ধে বিক্ষাভ মিছিল ও পথ সভা করেছে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলীনগর ঘুরে ঘারমোড়া বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয়।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল বলেন, মহানগর বিএনপি আহবায়ক এড: শাখাওয়াত হোসেন ও সদস্য সচিব এড: টিপু এবং বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারন সম্পাদক হারুন উর রশিদ লিটনের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
তিনি আরো বলেন, আপনারা জানেন ভোট চোর শেখ হাসিনা ১৫ বছর বিনা ভোটে ক্ষমতায় থেকে এদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার কাছে সব কিছু হারিয়ে এখন ভারতে বসে বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জিয়ার সৈনিকেরা সব সময় প্রস্তুত আছে।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা দ্বীন ইসলাম, মোখলেস মাষ্টার,মোতালেব, শাহাদাত, আশাবুদ্দিন, সামছুজ্জামান স্বপন, কাউছার, সুজন, জাব্বার, কাউছার, সাইদুল ইসলাম শুভ, শ্যামল, আব্দুল্লা, এবাদুল্লাহ প্রধান, আজমুল প্রধান, লিটন প্রধান, মোক্তার হোসেন, আনোয়ার হোসেন ও মৎসজীবি দলের নেতা লিখন খান, সদস্য অলি আহাম্মেদ ও জাব্বার যুবদল নেতা এমদাদ হোসেন, তোফাজ্জল হোসেন, লিটন মিয়া, যুবদল নেতা মোঃ রাকিব, রুবেল হোসেন প্রমুখ।