কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য বিশ্লেষণ, স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো বা ই–মেইলের খসড়া লেখার মধ্যে সীমাবদ্ধ নেই। এই প্রযুক্তি এখন মানুষের বদলে সরাসরি অনলাইন বৈঠকে অংশ নেওয়ার ক্ষমতাও অর্জন করেছে। শুনতে অবাক লাগলেও নিজের এআই ক্লোন তৈরি করে অনলাইন বৈঠকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে পিকল নামের একটি এআই টুল। এআই টুলটি নির্দিষ্ট ব্যক্তির এআই ক্লোন তৈরি করে ভিডিও কলে মানুষের মতো কথা বলতে পারে। এমনকি অন্যদের বক্তব্যে প্রতিক্রিয়াও জানাতে পারে।

পিকল এআই টুল নিয়ে এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অদিত শেঠ নামের এক ব্যক্তি জুম কলে অংশ নিয়ে স্বাভাবিকভাবে অন্যদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর তিনি নিজেই জানান, অনলাইন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তির ছবিটি আসলে তাঁর চেহারার আদলে তৈরি এআই ক্লোন।

আরও পড়ুন‘ডিপফেক’ ভিডিও কী, যেভাবে বুঝবেন এটা ভুয়া০৭ নভেম্বর ২০২৩

পিকলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি আগে ধারণ করা কোনো ভিডিও প্রচার করে না। এটি ব্যবহারকারীর কণ্ঠস্বর ও মুখাবয়বের সঙ্গে সামঞ্জস্য রেখে তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করে কথা বলতে এবং প্রতিক্রিয়া দেখাতে পারে। ফলে এটি দেখে বোঝার উপায় নেই পর্দায় থাকা ব্যক্তি অনলাইন বৈঠকে উপস্থিত নেই।

আরও পড়ুনএআই দিয়ে কণ্ঠ নকল, অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা৩০ ডিসেম্বর ২০২৩

পিকলের মাধ্যমে নিজের এআই ক্লোন তৈরি করে সহজেই প্রাতিষ্ঠানিক বৈঠকের পাশাপাশি অনলাইন ক্লাসে অংশ নেওয়া সম্ভব। এর ফলে কাজে ব্যস্ত থাকার সময় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ আলোচনা এআই ক্লোনের মাধ্যমে সহজেই করা যাবে।

পিকল এআই টুল সময় ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করলেও এআই ক্লোনের কারণে প্রাতিষ্ঠানিক গোপনীয়তা ও নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। শুধু তা–ই নয়, ভবিষ্যতে কেউ নিজের পরিচয় গোপন রেখে বা অন্যের পরিচয় ব্যবহার করে এআই ক্লোন তৈরি করে অন্যদের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে।

সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

আরও পড়ুনএআই দিয়ে তৈরি নিজের ছেলের নকল কণ্ঠ চিনতে পারলেন না পিতা০৪ অক্টোবর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এআই ক ল ন ত র এআই ট ল

এছাড়াও পড়ুন:

নতুন সুবিধায় চ্যাটজিপিটি ৪ও

বিশেষ ঘরানার চ্যাটবট প্রকাশ করে সারাবিশ্বে সাড়া জাগিয়েছে ওপেনএআই। উদ্ভাবনী প্রতিষ্ঠানের বহু প্রতীক্ষিত চ্যাটবট ৪ও সংস্করণ।
যা উন্মোচনের বিশেষ ক্ষেত্রে প্রতিশ্রুতির কথা বলেছিল নির্মাতা কর্তৃপক্ষ। অতীত থেকে দ্রুততর ও মানোন্নত সংস্করণ এটি, যা খুব জোরালোভাবেই বলছেন নির্মাতারা।
চ্যাটজিপিটি প্রযুক্তির নতুন সংস্করণ ৪ও উন্মোচনের সুবিধা ইতোমধ্যে সুস্পষ্ট করেছে ওপেনএআই, যা নিয়ে সারাবিশ্বে বইছে তর্ক-বিতর্কের বৈরী ঝড়। যার সার্বিক উন্নয়নের পেছনে অনবদ্য অবদান রেখেছেন প্রফুল্ল ধারিওয়াল, যাঁকে ছাড়া চ্যাটবট ৪ও উন্নয়ন সম্ভব হতো না বলে জানিয়েছেন খোদ নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

নিজের এক্স প্ল্যাটফর্মে এমন কথা বলেছিলেন স্যাম। ঠিক তখন থেকেই চারদিকে খোঁজ ওঠে– কে সেই প্রফুল্ল, পরিচয়ই বা কী তাঁর।
জিপিটি ৪ও চ্যাটজিপিটির ফ্ল্যাগশিপ হিসেবে আবির্ভূত হয় জিপিটি ৪ও সংস্করণ, যা অডিও-ভিডিও সংস্করণের সঙ্গে রিয়েল টাইম টেক্সট ফলাফল প্রকাশে বিশেষ পারদর্শী। আগ্রহীরা নতুন পরিষেবাটি পুরোপুরি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

ওপেনএআই এপিআই অ্যাকাউন্ট যাদের আছে, তারা সহজেই জিপিটি ৪ও সংস্করণের সুবিধা নিতে পারবেন বলে জানানো হয়।
নতুন চ্যাটজিপিটি ৪ও দিয়ে বিনামূল্যে ডেটা অ্যানালাইসিস, ফাইল আপলোড, ব্রাউজিং, ভিশনিং, এডিটিং ছাড়াও জিপিটি প্রদেয় অন্যসব সুবিধাও নিতে পারবেন আগের মতো। যারা ফ্রি গ্রাহক সুবিধায় আছেন, তারা চ্যাটজিপিটি প্লাস সংস্করণেও আপগ্রেড হতে পারবেন। উল্লিখিত সবকিছু যিনি গবেষণা আর উন্নয়নের আঁতুড়ঘর থেকে বাস্তবে রূপ দিয়েছেন, তিনিই হলেন প্রফুল্ল ধারিওয়াল।
অসম্ভব সবকিছু যেন তুড়ি মেরে সমাধান করছে চ্যাটজিপিটি। সারাবিশ্বের মতো বাংলাদেশেও এখন চ্যাটজিপিটির চর্চায় সরব হয়েছেন প্রযুক্তিপ্রেমী তরুণরা। ছবি, ইনফোগ্রাফিকস বা শব্দ সম্পাদনা– সবখানে নিজের দক্ষতার ছাপ ফেলতে শুরু করেছে জিপিটির ‘৪ও’ নব্য সংস্করণ। 

সম্পর্কিত নিবন্ধ

  • নতুন সুবিধায় চ্যাটজিপিটি ৪ও