অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ইমতিয়াজ আহমেদের তৃতীয় গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’। বইটি প্রকাশ করেছে ‘কিংবদন্তী’ প্রকাশন।

বইটি সম্পর্কে লেখক ইমতিয়াজ আহমেদ রাইজিংবিডি ডটকমকে বলেন, “গল্পগুলো দুই ভাগে বিভক্ত। অতিপ্রাকৃত এবং জীবনের গল্প। প্রতিটি গল্পই সুক্ষ্মবার্তা দেবে পাঠককে। চিন্তার জগতে খানিকটা নাড়া দেবে।”

বইয়ের ফ্ল্যাপে লেখা রয়েছে, ‘অসমাপ্ত রাতের ছায়া। যে রাত শেষ হয় না। আমাদের মগজে-মননে ঝুলে থাকে। যে রাত বয়ে বেড়াতে হয় জীবনেও। এমনই কিছু গল্প নিয়ে সাজানো হয়েছে অসমাপ্ত রাতের ছায়া গল্পগ্রন্থটি। বইয়ের গল্পগুলোকে দুই ভাগে সাজানো হয়েছে। এখানে রয়েছে জীবনের গল্প, রয়েছে অতিপ্রাকৃত গল্প। তবে গল্পগুলো মানুষের কল্পনার জগতকে নাড়া দেয়। আশা-হতাশার মধ্যে ডুবে যেতে যেতে আশাকে আঁকড়ে ধরার প্রয়াস খুঁজে পায়। গল্পগুলো পাঠককে আনন্দ দেবে-এই প্রত্যাশা।'

আরো পড়ুন:

বৃত্তের বাইরের ভাবনায় বইমেলা 

‘আগামী বছর চীনের সঙ্গে যৌথ উদ্যোগে বই প্রকাশিত হবে’

প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, “আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।”

বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। দাম ২৫০ টাকা।

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল অসম প ত র ত র ছ য়

এছাড়াও পড়ুন:

এখন গণতন্ত্র ও ভোটের শত্রু চতুর দিকে: আহমেদ আযম

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘‘আমরা ১৭ বছর এক ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য কাজ করেছি। এখন দেখি সরকারের ভেতরে-বাইরে শত্রু। আগে ছিল এক শত্রু, এখন গণতন্ত্র ও ভোটের শত্রু চতুর দিকে।’’

তিনি বলেন, ‘‘কোনো শত্রুকে ভয় পাই না। আমাদের সঙ্গে সাধারণ জনগণ আছে, জাতি আছে। ড. ইউনুসকে বলতে চাই, ভয় পাবেন না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কোটি কোটি বিএনপির নেতাকর্মী আছে। সারা জাতি আপনার সঙ্গে আছে।’’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

আরো পড়ুন:

ঝালকাঠিতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

সরকার ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে: ফাওজুল কবির

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশে আহমেদ আযম খান আরো বলেন, ‘‘আমরাও বলেছি অত্যাবশ্যকীয় সংস্কার করে এ বছরের শেষের দিকে নির্বাচন দিতে।’’

তিনি বলেন, ‘‘কোনো ষড়যন্ত্রকারী, যারা ভোট বিরোধী; তারা গণতন্ত্র বিরোধী। যারা ভোট বিরোধী, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’’

আহমেদ আযম বলেন, ‘‘ড. ইউনুসের সরকার কিছু সংস্কার কর্মসূচি দিয়েছে। আমরা সেই কর্মসূচিকে স্বাগত জানাই। এই কর্মসূচি আমাদের ৩১ দফা কর্মসূচিতে আছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের এই কর্মসূচিসহ ৩১ দফা বাস্তবায়ন এবং আরো কর্মসূচি বাস্তবায়ন করে আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে।’’ 

ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত নিবন্ধ