ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে আলমগীর মোল্যা (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার প্রতিবাদে ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ৭-৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইউপি সদস্যকে হামলার ঘটনায় প্রতিপক্ষের চারটি বসতবাড়ি, একটি মোটরসাইকেল, একটি পিকআপ ভাঙচুরের ঘটনা ঘটে।

শনিবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি শান্ত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামেরদী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য আলমগীর মোল্যা ও সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। গত ২৫ ডিসেম্বর তাদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে আজ সকালে আলমগীর মোল্যা মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা যাওয়ার সময় পথে তার গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন, অতর্কিত হামলা চালায়। এসময় তাকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ৭-৮ জন আহত হয়। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নেন। গুরুতর আহত ইউপি সদস্যকে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মোকছেদুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে  হামলা ও সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ক প য় জখম স ঘর ষ স ঘর ষ সদস য

এছাড়াও পড়ুন:

শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা

ঘুষ নেওয়ার অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে ব্রোকারেজ হাউসের লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বুধবার তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়। আগের দিন মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে বুধবার গ্রেপ্তার করে দুদক। আগের দিন মঙ্গলবার তাঁর বিরুদ্ধে মামলা করেছিল দুদক।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, ঘুষ নেওয়ার অভিযোগে শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, দুদকের কাছে গোয়েন্দা তথ্য ছিল ওই দুই ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বিদেশি মুদ্রা ও একাধিক পাসপোর্ট জব্দ করা হয়।

দুদক সূত্র জানায়, ঘুষ লেনদেনের ঘটনায় শিবলী রুবাইয়াতের সঙ্গে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁরা  হলেন মোনার্ক হোল্ডিং ইনকরপোরেশনের চেয়ারম্যান জাবেদ এ মতিন, ঝিল বাংলা ফেব্রিকসের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ভাইস প্রেসিডেন্ট ও শাখার অপারেশন ম্যানেজার ইকবাল হোসেন, ব্যাংকটির এসইভিপি, অডিট অ্যান্ড ইনসপেকশন ডিপার্টমেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

মামলার এজাহারে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে ভুয়া বাড়ি ভাড়ার চুক্তিনামা দেখিয়ে ১ কোটি ৯২ লাখ টাকা এবং ভুয়া পণ্য বিক্রির চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানির কৌশলে ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকাসহ ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফরিদপুরে ইউপি সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ
  • কুড়িগ্রামে ভারত থেকে দেশে অনুপ্রবেশ, বাংলাদেশি গ্রেপ্তার
  • ‘জামানত ছাড়া ৫৮ হাজার কোটি ঋণ দিলে দুর্নীতি তো হবেই’
  • যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধিদল
  • শিবলী রুবাইয়াত-আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ 
  • এই বসন্তে এই সুন্দরে
  • শিবলী ও আলমগীরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ
  • ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা