বাংলাদেশের দর্শকেরা সহজেই দেশ–বিদেশের সিরিজ দেখতে পারেন নেটফ্লিক্সে। প্রতি সপ্তাহে কোনো একটি দেশ থেকে দর্শকেরা কোন সিনেমা–সিরিজগুলো বেশি দেখেছেন, তার একটি তালিকা তৈরি করে নেটফ্লিক্স। সেই তালিকায় দেশের দর্শকদের আগ্রহের সিনেমা–সিরিজ সম্পর্কে জানা যায়। এই তালিকায় দেশের দর্শকদের আগ্রহ দেখা গেছে, ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’ ও কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’ নিয়ে।

মুক্তির পর গত ৫ ডিসেম্বর বক্স অফিসে ঝড় তোলে সুকুমারের সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাটি প্রথম সপ্তাহেই বক্স অফিসে ৭৭২ কোটি রুপি আয় করে। এখনো রেকর্ড গড়েই চলেছে। সেই সিনেমাটি বাংলাদেশ থেকে নেটফ্লিক্স বেশি দেখছেন দর্শকেরা।

‘পুষ্পা ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর

ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী ও সিয়াম আহমেদ অভিনীয় সিনেমা জংলি। সব শ্রেণীর দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। আলাদাভাবে নজর করেড়ে শবনম বুবলীর বুদ্ধিদীপ্ত উপস্থিতি ও অভিনয়। বতমানে দেশের প্রথম সারির নায়িকাদের একজন শবনম বুবলী। শুটিং সেটে ডিসিপ্লিন মেনে চলার সুনাম রয়েছে তার। 

জংলি সিনেমার একটি দৃশ্য

আরো পড়ুন:

স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম

মারা গেছেন হিরো আলমের বাবা

সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে খলনায়ক মিশা সওদাগর বলেন, ‘‘শুটিংসেটে যখন বুবলী বসে থাকে তখন ওকে দেখলে মনে হয় না যে একজন নায়িকা বসে আছে। বাতাসও মনে হয় ডিস্টার্ব অনুভব করে না। এত ডিসিপ্লিন। এই ডিসিপ্লিননেসটা অসাধারণ। মানুষকে সম্মান করার ব্যাপারটা অসাধারণ।’’ 

বুবলীর জন্য মিশা সওদাগরের পরামর্শ হচ্ছে, বুবলী যেন মানুষকে ছাড় দেয়। 

মিশা সওদাগর বলেন, ‘‘যত বেশি ছাড় দিবা তত ভালো। ছাড় দাও। সব কিছুতে ছাড় যতই দিবা অতই ভালো থাকবা। জীবনতো একটাই ছাড় দাও।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ